নয়াদিল্লিঃ নেকড়ের(Wolves) আতঙ্কে ঘুম উড়েছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) বাহরাইচ(Bahraich) জেলার বাসিন্দাদের। গত ২৬ অগস্ট মায়ের কোল থেকে শিশুকে(Children) টেনে নিয়ে গিয়েছে নেকড়ের দল। এ ছাড়া বয়স্ক মহিলা,পুরুষ কাউকেই বাদ দেয়নি তারা, বিগত ৩০ দিনে মোট ৮ জনের উপর হামলা চালিয়েছে নেকড়ের একটি দল। আর তাতেই আতঙ্কিত বাহরাইচ জেলার বাসিন্দারা। ভয়ে চোখের পাতা এক করতে পারছেন না তাঁরা। নেকড়ের হাত থেকে প্রাণে বাঁচতে এলাকায় কড়া নজরদারি শুরু করেছে বন দফতর এবং স্থানীয়রা। ড্রোনের মাধ্যমে চলছে নজরদারির কাজ। আর এই ড্রোনে সাহায্যেই উঠে এল নেকড়ের গতিবিধি। কীভাবে গ্রামে-গ্রামে ঢুকছে এই নেকড়ের দল তা স্পষ্ট হয়েছে ড্রোন ফুটেজের দ্বারা। ডিএফও অজিত প্রতাপ সিং বলেছেন, "আমাদের ড্রোন গ্রামের কাছে দু'টি নেকড়ের গতিবিধি লক্ষ্য করেছে। আমরা ইতিমধ্যেই গ্রামবাসীদের সতর্ক করেছি। আমাদের অবস্থান থেকে প্রায় ১০০ মিটার দূরে ড্রোনের সাহায্যে দুটি নেকড়েকে দেখা গিয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে ফুটপ্রিন্ট নিয়েছি। আমরা নিশ্চিত যে ওটা নেকড়েই ছিল। রাতের অন্ধকারে গ্রামে প্রবেশ করছে তারা।"
ড্রোন ক্যামেরায় ধরা পড়ল নেকড়ের গতিবধি
#WATCH | Bahraich, Uttar Pradesh: Late-night infrared drone shots captured by forest team show the presence of two wolves.
Source: State Forest Department https://t.co/22mwZJs9f6 pic.twitter.com/31qgI5Uzac
— ANI (@ANI) August 28, 2024
এই বিষয়ে ডিএফও অজিত প্রতাপ সিং-এর বক্তব্য
#WATCH | Uttar Pradesh: Wolves kill 8 people in Bahraich. Search operations are underway by locals and administration.
DFO Ajeet Pratap Singh says, "... Our drones have captured the movement of a wolve near the village. We have alerted our people in the village... We have… pic.twitter.com/hwdxFVeHzN
— ANI (@ANI) August 28, 2024