চার রাজ্যে শুরু হয়েছে নির্বাচনের গননা। যার মধ্যে রয়েছে তেলেঙ্গনাও। নির্বাচনের ফলাফল বেরোনোর আগেই কংগ্রেস তরফে শুরু হয়েছে বিশেষ তৎপরতা। আগাম প্রস্তুতি হিসেবে বাস তৈরী করে রাখা হয়েছে যারা জয়ী কংগ্রেস বিধায়কদের হোটেলে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।
তেজ কৃষ্ণ হোটেলর সামনে এমনই বেশ কয়েকটি বাসদাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। ।খানে তদারকিতে ব্যস্ত রয়েছেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার এবং অন্যান্য এআইসিসির সদস্যরা।
শুক্রবার গভীর রাতে শিবকুমার সহ অন্যান্য ক্যাবিনেট সদস্যদের হয়দরাবাদে নিয়ে আসা হয়েছে স্পেশাল বিমানের মাধ্যমে। তেলেঙ্গনায় দায়িত্বপ্রাপ্ত হিসেবে পাঠানো হয়েছে দীপা দাসমুন্সি, শিবকুমার, ডঃ অজয় কুমার, কে জে জর্জ এবং কে মুরলীধরন।
কংগ্রেসের পক্ষ থেকে মানিকরাও ঠাকরে জানিয়েছেন যে, ১১৯ বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস দখল নেবে প্রায় ৭০ টি আসন।
With early trends showing Congress in lead, buses have been arranged at Taj Krishna in Hyderabad, if such situation arises, MLAs may be moved to Bengaluru resort. Congress' troubleshooter @DKShivakumar is staying in the same hotel, who had arrived here last night.… pic.twitter.com/2Ni83arDqK
—With early trends showing Congress in lead, buses have been arranged at Taj Krishna in Hyderabad, if such situation arises 🇮🇳 (@Madrassan_Pinky) December 3, 2023