Representational Image (Photo Credits: Pixabay)

চিন, জাপানে যেভাবে করোনা পরিস্থিতি উদ্বেগের মাত্রা ছাড়িয়েছে, তার কালো মেঘ ভারতেও এসে পড়েছে। দেশের সব রাজ্যগুলিকে নিয়ে কেন্দ্রীয় সরকার কোমর বেঁধে নেমে পড়েছে ভারতে করোনা ঠেকাতে। এর মধ্যেই কলকাতা সহ দেশের বেশ কয়েকটি জায়গা থেকে আসছে বিদেশ থেকে কোভিড আক্রান্তদের খবর। ঠিক এমনভাবে করোনার প্রথম তিনটি ঢেউ ভারতে আছড়ে দেশবাসীকে একেবারে কাদের কিনারায় দাঁড় করিয়েছিল। এবার তাই সতর্কতা আগেই। এর মধ্যেই খবর, দেশের বিভিন্ন কোম্পানি ওয়ার্ক ফ্রম হোম বা ঘর থেকে কাজের নিয়ম ফের কার্যকর করতে চলেছে। দেশের করোনা পরিস্থিতি খারাপের দিকে গেলে চালু হতে পারে নাইট কার্ফু, লকডাউনও। তবে এখন তেমন কোনও পরিস্থিতিই নেই। তবু চিনের চিত্র থেকে সাবধানী ভারত এখন থেকেই সবদিক ভেবে রাখতে চলেছে। আর তাই দেশের বিভিন্ন সেক্টরের কোম্পানিগুলি ওয়ার্ক ফ্রম হোম-এর নীতিতে ফিরতে চলেছে বলে খবর।

এবার কলকাতায় (Kolkata) ফের কোভিডের হানা। কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) ২ বিদেশ ফেরৎ যাত্রীর শরীরে করোনা (CVID 19) সংক্রমণ দেখা দিয়েছে বলে খবর। কলকাতা বিমানবন্দরে যে ২ যাত্রীর শরীরে করোনা সংক্রমণ দেখা যায়, তাঁরা দুজনেই বিদেশ ফেরৎ। একজন দুবাই (Dubai) থেকে কলকাতায় আসেন। অন্যজন কুয়ালালমপুর থেকে ফেরেন কলকাতায়। গত ২৪ ডিসেম্বর ওই ২ জন যাত্রী দুবাই এবং কুয়ালালমপুর থেকে কলকাতায় ফেরেন বলে খবর। দুই বিদেশ ফেরৎ যাত্রীর নমুনাই জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে বলে খবর কলকাতা বিমানবন্দর সূত্রে। আরও পড়ুন-অন্তর্বাসে লুকানো কোটি টাকার সোনা, বিমানবন্দরে পাকড়াও ১৯ বছরের তরুণী

প্রসঙ্গত, কলকাতার পাশাপাশি দিল্লিতেও ২ যাত্রীর শরীরে কোভিড বাসা বেঁধেছে কি না, সে বিষয়ে জিনোম সিকোয়েন্সের জন্য নমুনা পাঠানো হয় বলে খবর। চিনে যখন হু হু করে করোনা সংক্রমণ বাড়ছে, সেই সময় ভারতে কোভিড ঠেকাতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে।