পটনা, ২১ অগাস্ট: তাঁর চিরশত্রু নীতীশ কুমার এনডিএ ছেড়েছেন। অনেকে ধরেই নিয়েছিলেন রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ এবার এনডিএ-তে জমিয়ে বসবেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে লোকজনশক্তি পার্টির প্রধান চিরাগ পাসোয়ান জানিয়ে দিলেন, ২০২৪ লোকসভা ও ২০২৫ বিহার বিধানসভা ভোটে তারা এনডিএ-র হয়ে ভোটে লড়বে না। বরং নতুন কোনও জোট তৈরি করে আগামী নির্বাচনগুলিতে চিরাগের দল লড়বে। বাবার মৃত্যুর পর নরেন্দ্র মোদীকে রাম, আর নিজেকে হনুমান বলা চিরাগ রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপি-র সঙ্গে ছাড়লেন।
রামবিলাস পাসোয়ানের মৃত্যুর পর ছেলে চিরাগ ও ভাই পশুপতি কুমারের বিবাদের জেরে এলজিপি ভাগ হয়ে গিয়েছে। পশুপতি কুমারের সঙ্গে বিজেপি-র ঘনিষ্ঠতা অনেকটাই। চিরাগ তাই ঠিক করলেন, তিনি এনডিএ-র হয়ে লড়বেন না।
দেখুন টুইট
Bihar: "Will not join NDA, will find an ally to contest the 2024 and '25 elections", says Chirag Paswan.
— Democracy Times Network (@TimesDemocracy) August 21, 2022
তবু বিহারের অন্তত ৬-১০টি লোকসভা কেন্দ্রে এলজেপি-র ব্যাপক প্রভাব রয়েছে। নীতীশের জেডি (ইউ) সঙ্গ ছাড়ার পর চিরাগের ঘোষণায় বিডেপি নিশ্চিতভাবেই চিন্তায় থাকবে। ২০২০ লোকসভায় বিহারে ৪০টি লোকসভার মধ্যে এনডিএ জিতেছিল ৩৯-টিতে, সেখানে ইউপিএ মাত্র ১টি-তে জিতেছিল। এনডিএ-র সঙ্গে থেকে লড়ে পাসোওয়ানদের এলজিপি পেয়েছিল ৬টি আসন। নীতীশের পর চিরাগ সরে যাওয়ায় গতবারের কাছাকাছি ফল করা বিজেপি-র পক্ষে কঠিন হয়ে গেল।