Anacondas Seized. ( File Photo. Photo Credits:X)

Anacondas Seized at Mumbai Airport: মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে চাঞ্চল্যকর ঘটনা। আজ, শুক্রবার মুম্বইয়ের এই বিমানবন্দরে (Chhatrapati Shivaji Maharaj International Airport) অবিশ্বাস্য এক চোরাচালান ধরা পড়ল। শুল্ক দফতরের আধিকারিকরা ১৫৪টি বিরল বিদেশী প্রাণী ( Exotic Animals) উদ্ধার করেছেন। এই বিদেশী প্রাণীগুলির মধ্যে রয়েছে ৪টি শিশু অ্যানাকোন্ডা বা ছোট্ট অজগরও। ঘটনায় থানের বাসিন্দা এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। এদিন সকালে মুম্বই বিমানবন্দর কর্তৃপক্ষ ওই মহিলার সন্দেহজনক আচরণ দেখে তল্লাশি চালান। তাঁর ব্যাগ খুলতেই চোখ কপালে ওঠে শুল্ক আধিকারিকদের। ছোট ছোট প্লাস্টিক কন্টেনারে ভরা ছিল বিরল প্রজাতির প্রাণী। উদ্ধার হওয়া প্রাণীদের মধ্যে ছিল অজগর বা অ্যানাকোন্ডা, ইগুয়ানা, বিরল প্রজাতির কচ্ছপ, কাছিম, লিজার্ড, বিয়ার্ডেড ড্রাগন, এমনকি র‍্যাকুনও।

কী উঠে এল তদন্তে

অতি সংকীর্ণ জায়গায় প্রাণীগুলি আটকে থাকায় তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। উদ্ধার হওয়া সমস্ত প্রাণীগুলিকে দ্রুত চিকিৎসার জন্য রেস্কিউং অ্যাসোসিয়েশন ফর ওয়াইল্ডলাইফ ওয়েলফেয়ার (RAW)সংস্থার হাতে তুলে দেওয়া হয়। গ্রেফতার হওয়া মহিলার বিরুদ্ধে শুল্ক আইন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তদন্তে জানা গেছে, এই প্রাণীগুলি আন্তর্জাতিক বাজারে অত্যন্ত চাহিদা রয়েছে এবং বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত। ঘটনাটির আন্তর্জাতিক যোগসূত্রও খতিয়ে দেখা হচ্ছে।

দেখুন খবরটি

কেন আনা হয়েছিল মুম্বই বিমানবন্দরে

শুল্ক দফতর সূত্রে খবর, গত পাঁচ বছরে এই প্রথম মুম্বই বিমানবন্দরে শিশু অ্যানাকোন্ডা বাজেয়াপ্ত হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে এর আগেও বিদেশি বা এক্সোটিক প্রাণী উদ্ধারের ঘটনা ঘটেছে। ২০২২ সালে পশ্চিমবঙ্গে উদ্ধার হয়েছিল ৬টি ক্যাঙ্গারু। বিশ্বজুড়ে এই অবৈধ বাণিজ্যের বাজার বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে WWF India। অধিকারিকরা এখন খতিয়ে দেখছেন প্রাণীগুলি কোথা থেকে এসেছে এবং কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল। সন্দেহ করা হচ্ছে, দক্ষিণ-পূর্ব এশিয়া বা দক্ষিণ আমেরিকা থেকে এরা ভারতে আনা হয়েছিল। গ্রেফতার হওয়া মহিলার আর্থিক লেনদেন এবং যোগাযোগ খতিয়ে দেখা হচ্ছে।