Boiling Oil (Photo Credit: wikimedia Commons)

জয়পুর, ২৬ জুন: এবার ঘুমন্ত স্বামীর (Husband) উপর গরম তেল ঢেলে দিল স্ত্রী (Wife)। শুধু তাই নয়, ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল (Boiling Oil) ঢেলে দিয়ে, তাঁকে ঘরের দরজা বন্ধ করে আটকে রাখে স্ত্রী। শুনতে অবাক লাগলেও রাজস্থানের (Rajasthan) ঝালাওয়ারে (Jhalawar) এমনই একটি ঘটনার জেরে ছড়ায় চাঞ্চল্য। জানা যায়, প্রেমিকের সঙ্গে ঘর করতে স্বামীকে মরার জন্য ছেড়ে দেয় স্ত্রী। প্রেমিককে বাড়ি থেকে বের করে দেওয়ার প্রতিশোধ নিতে গিয়ে স্ত্রী যে মর্মান্তিক কাণ্ড ঘটিয়ে ফেলে, তা সামনে আসার পর পুলিশও যেন কেঁপে উঠেছে।

রিপোর্টে প্রকাশ, বছর কয়েক আগে রাজস্থানের মণীশ রাঠোরের সঙ্গে বিয়ে হয় উত্তরপ্রদেশের সরোজ নামের এক তরুণীর। মণীশ এবং সরোজের ৪ সন্তান রয়েছে। মণীশ এবং সরোজ দুজনের সংসারের মাঝে হাজির হয় রাম সেবক। ভাড়াটিয়া হিসেবে মণীশের বাড়িতে থাকতে শুরু করে রাম সেবক নামে ওই যুবক।

ভাড়া বাড়িতে থাকতে থাকতেই রাম সেবক সম্পর্কে জড়ায় সরোজের সঙ্গে। যা ক্রমশ জানতে পারেন মণীশ। তিনি নিজের বাড়ি থেকে রাম সেবককে তাড়িয়ে দেন। মণীশের বাড়ি থেকে বেরিয়ে রাম সেবক সেভাবে আর বিবাহিত প্রেমিকা সরোজের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। প্রেমিককে কাছে না পেয়ে স্বামীর উপর চটে যায় সরোজ। প্রবল প্রতিশোধ স্পৃহায় শেষ পর্যন্ত সরোজ চরম সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন: Man Pleads For Euthanasia: ' দয়া করে আমায় মরতে দিন', স্ত্রীর হুমকি, অত্যাচারে অতিষ্ট স্বামী করলেন স্বেচ্ছা মৃত্যুর আবেদন

দেখুন স্বামীর গায়ে কীভাবে ফুটন্ত তেল ঢেলে দেয় স্ত্রী...

 

 

View this post on Instagram

 

মণীশ যখন ঘুমোচ্ছিলেন, সেই সময় তাঁর উপর ফুটন্ত তেল ঢেলে দেয় সরোজ। কয়েক মুহূর্তে মণীশ চিৎকার করে ওঠেন যন্ত্রণায়। সেই সময় সরোজ তাঁকে ঘরের ভিতরে বন্ধ করে সেখান থেকে চম্পট দেয়। মণীশের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করেন। অবশেষে মণীশকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে সরোজ যেভাবে ফুটন্ত তেল স্বামী মণীশের গায়ে ঢেলে দেয়, সেই ঘটনা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

প্রসঙ্গত বন্ধ ঘরে স্বামীকে কীভাবে শেষ করতে হয়, ইউটিউব দেখে সেই 'শিক্ষা' নেয় উত্তরপ্রদেশের সরোজ।