প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

গোয়ালিয়র: প্রতিবেশী যুবকের সঙ্গে কথা বলতে বারবার বারণ করছিল স্বামী। কিন্তু, তাতে কোনও কান দেয়নি স্ত্রী। একদিন ওই যুবকের সঙ্গে মোবাইল কথা বলতে তাকে দেখে ফেলেন স্বামী। রাগে মোবাইল (Mobile) কেড়ে নিয়েছিলেন তিনি। এর জেরে ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল ঢেলে তাঁর পুরুষাঙ্গ পুড়িয়ে দিল স্ত্রী (Wife Burns Husband's Penis)। পাশবিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গোয়ালিয়রের (Gwalior) কম্পু থানা এলাকার (Kampu police station) মাধবী নগরে (Madhavi Nagar)।

পুলিশ সূত্রে জানা গেছে, মাধবী নগরের বাসিন্দা ৩২ বছরের সুনীল ধাকড় একটি বেসরকারি চাকরি করেন। স্ত্রী ভাবনাকে নিয়েই ছিল তাঁর সংসার। কয়েকদিন আগে পাড়ায় বসবাসকারী এক মহিলা সুনীলের কাছে অভিযোগ করেন, তিনি কাজে চলে যাওয়ার পর তাঁর স্ত্রী ভাবনা ওই মহিলার স্বামীর সঙ্গে কথা বলেন। এই বিষয় নিয়ে ভাবনাকে বারবার তিনি বারণ করেছেন। কিন্তু, তাতে কোনও পাত্তা দেয়নি ভাবনা।

এরপরই বাড়িতে ফিরে প্রতিবেশী ওই বিবাহিত যুবকের সঙ্গে কথা বলতে বারণ করেন সুনীল। কিন্তু, একদিন তিনি বাড়িতে এসে দেখেন ভাবনা ওই যুবকের সঙ্গে মোবাইলে কথা বলছে। বারবার বারণ করলেও ভাবনা কোনও কথা কানে দিচ্ছে না। শেষে রেগে গিয়ে সুনীল ভাবনার মোবাইলটি ছিনিয়ে নেয়। ওই সময় ভাবনা রাগ করে চলে গেলেও পরে রাত আড়াইটের সময় সুনীল ঘুমিয়ে পড়লে সে উঠে রান্নাঘরে গিয়ে তেল ফুটিয়ে এনে স্বামীর শরীরে ঢেলে দেয়।

তেল এতটাই গরম ছিল যে তাতে সুনীলের পুরুষাঙ্গ পুড়ে যায়। এর জেরে চিৎকার করতে শুরু করেন তিনি। বিপদ বুঝে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত স্ত্রী। যন্ত্রণায় কাতর হয়ে সুনীল সাহায্যের জন্য চিৎকার করলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাঁকে চিকিৎসার জন্য ভর্তি করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে সুনীলের অভিযোগের ভিত্তিতে ভাবনার বিরুদ্ধে মামলা দায়ের করে তার খোঁজে তল্লাশি শুরু করেছে। আরও পড়ুন: Mayur Vihar Fire: দাউদাউ করে জ্বলছে দিল্লির বেকারি, ভয়াবহ ভিডিয়ো