নয়াদিল্লিঃ দীর্ঘ ১৫ বছর ধরে চলা পুরনো ট্রান্সফরমার (Transformer)পুড়ে গিয়েছে। ১৫ বছর পর গ্রামে নতুন ট্রান্সফরমার বসেছে। আর সেই আনন্দে এবার ট্রান্সফরমারকেই পুজো করল গ্রামবাসীরা। সোশ্যাল মিডিয়ায় (Social edia)ভাইরাল (Viral) হল সেই মুহূর্তের ভিডিয়ো (Video)। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভিন্দ জেলার গান্ধীনগর গ্রামে। ট্রান্সফরমারের ‘দীর্ঘায়ু’ কামনা করে এই পুজো বলে দাবি স্থানীয়দের। এদিন পুজোর পর গ্রামবাসীদের মধ্যে মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ উদযাপন করা হয়।
নতুন ট্রান্সফরমার পুজো করল গ্রামবাসীরা
স্থানীয়রা জানান, এই গরমে ঘন ঘন বিদ্যুৎ পরিষেবা না থাকায় কষ্ট পেতে হচ্ছিল। পুরনো ট্রান্সফরমারটি পুড়ে যাওয়ায় দীর্ঘদিন অন্ধকারে থাকতে হয়েছে তাঁদের। অবশেষে স্থানীয় বিধায়ক নরেন্দ্র সিং কুশওয়াহার সহায়তায় গ্রামে নতুন ট্রান্সফরমার বসেছে। বিধায়কের কাছে অনুরোধের মাত্র ২ ঘণ্টার মধ্যেই নতুন ট্রান্সফরমার বসানো হয় বলে দাবি গ্রামবাসীদের। যাতে নতুন ট্রান্সফরমার তাড়াতাড়ি খারাপ না হয়ে যায় তার জন্যই এই পুজো করেন তাঁরা।
দীর্ঘদিন অন্ধকারে, নতুন ট্রান্সফরমার পেয়ে পুজো করল গোটা গ্রাম
Why Villagers In This Madhya Pradesh Village Did 'Puja' Of Transformer https://t.co/zDmL5qbSC5 pic.twitter.com/OLGx3vhl38
— NDTV (@ndtv) May 31, 2025