WHO: করোনার ভারতীয় প্রজাতির নামকরণ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কী জানেন?

করোনাকাল বর্ষযাপন পেরিয়েছে দীর্ঘদিন হল৷ এর মধ্যে দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা ভারত৷ বিশ্বজুড়ে ইতিমধ্যেই আলোড়ন ফেলে দিয়েছে কোভিডের ভারতীয় স্ট্রেন (Coronavirus Strain)৷ হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ, মৃত্যুর হারও হতাশাজনক৷

করোনাভাইরাস (Photo Credits: Pixabay)

নতুন দিল্লি, ১ জুন: করোনাকাল বর্ষযাপন পেরিয়েছে দীর্ঘদিন হল৷ এর মধ্যে দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা ভারত৷ বিশ্বজুড়ে ইতিমধ্যেই আলোড়ন ফেলে দিয়েছে কোভিডের ভারতীয় স্ট্রেন (Coronavirus Strain)৷ হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ, মৃত্যুর হারও হতাশাজনক৷ এবার সেই ভারতীয় প্রজাতির নামকরণ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ বিজ্ঞানীরা ভারতে পর পর দুটি স্ট্রেনের সন্ধান পেয়েছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দুটি স্ট্রেনের প্রথমটির নাম দিয়েছে কাপ্পা৷ দ্বিতীয়টির নাম দিয়েছে ডেল্টা৷ এমনিতে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ভারতীয় দুই প্রজাতিকে বলা হচ্ছে বি.১.৬১৭.১৷ যার পোশাকি নাম কাপ্পা৷ অন্যদিকে দ্বিতীয় অর্থাৎ ভারতে করোনা মহামারীর ভয়াবহতা ছড়ানো প্রজাতি বি.১.৬১৭.২, সাধারণের জন্য যাকে ডেল্টা নামে ডাকা হচ্ছে৷

বলা বাহুল্য, এই বি.১.৬১৭.১ ও বি.১.৬১৭.২ নামে বিজ্ঞানীদের কাছে করোনার প্রজাতি চিহ্নিত হলেও আপামর বিশ্ববাসীর কাছে এই নাম সংখ্যা ছাড়া আর কিছুই নয়৷ সেকারণেই গ্রিক বর্ণমালা অনুসারে ভারতে পাওয়া করোনার প্রথম প্রজাতির নাম হল কাপ্পা৷ দ্বিতীয়টিকে ডেল্টা নামকরণ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ এর আগে গ্রিক বর্ণমালা অনুসারে ব্রিটেনে খুঁজে পাওয়া করোনার প্রজাতির নাম আলফা৷ আফ্রিকায় খুঁজে পাওয়া স্ট্রেনের নাম বিটা৷ এবং ব্রাজিলে পাওয়া প্রজাতিকে বলা হচ্ছে গামা৷ এরপর গ্রিক বর্ণমালার দশম বর্ণ কাপ্পার নাম পেল ভারতে পাওয়া প্রথম প্রজাতি৷ দ্বিতীয় প্রজাতি পেল গ্রিক বর্ণমালার চতুর্থ নাম ডেল্টা৷  আরও পড়ুন-West Bengal Weather Update: মেঘলা আবহাওয়ায় আদ্রতায় ঘায়েল রাজ্যবাসী, বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

এদিকে প্রথমে ভারতীয় প্রজাতিকে দেশের নামিয়ে দাগিয়ে দেওয়ার চেষ্টা হলে তীব্র বিরোধিতা করেছিল নয়াদিল্লি৷ সেই বিরোধিতাকে মান্যতা দিয়েই বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার ভারতীয় প্রজাতির নামকরণ করলে গ্রিক বর্ণমালা অনুসারে৷