লোকসভা ভোটে নির্দল প্রার্থী হয়ে জেতাটা অনেক কঠিন ব্যাপার। কারণ দলীয় সংগঠন, প্রতীক, কর্মী ছাড়া সাধারণত সাতটা বিধানসভা কেন্দ্র নিয়ে গড়া বিশাল এলাকার লোকসভায় শুধু ব্যক্তিগত ক্যারিশ্মা দিতে জিততে অনেকটা অসাধ্যসাধন করতে হয়। নির্দল হয়ে জিততে গেলে কোনও বড় দলের সমর্থন লাগে। কিন্তু এবার রাজস্থানের বারমের লোকসভায় যা হচ্ছে তাতে অনেকেই অবাক। বারমের লোকসভায় বিজেপি বেশ শক্তিশালী। গত লোকসভায় বিজেপি-র কৈলাশ চৌধুরী জিতেছিলেন ৩ লক্ষ ২৩ হাজারের মত ভোটে। এবারও তাঁকে বিজেপি প্রার্থী করেছে। কিন্তু পদ্ম বাগানে আপেল চাষ করতে এসে গিয়েছেন বারমের লোকসভার নির্দল প্রার্থী রবীন্দ্র সিং ভাটি। নির্দল বিধায়ক এবার নির্দল সাংসদ হওয়ার লক্ষ্যে প্রচারে ঝড় তুলছেন।
বিজেপি টিকিট না দেওয়ায় গত বছর শেও বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে শেষ পর্যন্ত জিতে সবাইকে চমকে দিয়েছিলেন রবীন্দ্র ভাটি। এবার ২৬ বছরের রাজপুত নেতা বারমের লোকসভায় আপেল চিহ্ন নিয়ে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন। তাঁর জনসভায় রেকর্ড ভিড় হচ্ছে। ২৬ বছরের রবীন্দ্র ভাটির জনসভায় তরুণ ভোটারদের উতসাহ দেখে সবাই অবাক। বিজেপি ছাড়া কখনও অন্য কোথাও ভোট দেননি, এমন দাবি করা ভোটাররাও বলছেন এবার তাঁরা আপেল চিহ্নে ভাটিকে জেতাবেন। কোভিডের সময় পতাকা ভুলে সাধারণ মানুষের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন ভাটি। এবার তাঁর জন্য অনেকেই ঝাঁপিয়ে পড়ছেন। ভাটির এই জনপ্রিয়তা চিন্তায় ফেলেছেন এখানকার বিজেপি প্রার্থী কৈলাশ চৌধুরী-কে। ২০১৪ লোকসভায় এই কেন্দ্রে বিজেপি-র জয়ের মার্জিন ছিল ৮৬ হাজারের মত। ভাটি যদি বিজেপির ভোটব্যাঙ্কে ভাঙন ধরানে তাহলে ১৫ বছর পর বারমেরে কংগ্রেস জেতার মত জায়গায় চলে যেতে পারে। যদিও ভাটির সমর্থকরা বলছেন, ভোট কাটাকাটি নয়, এবার আপেল চিহ্নই বারমেরে জিতবে।
দেখুন ভিডিয়ো
.@PreetiChoudhry speaks #exclusively with Ravindra Singh Bhati, Independent candidate from Barmer .#TTP #News #Barmer @RavindraBhati__ pic.twitter.com/8TbmqSpEdM
— IndiaToday (@IndiaToday) April 18, 2024
কংগ্রেসে এখানে প্রার্থী করেছে আরএলপি ছেড়ে সদ্য হাত শিবিরে যোগ দেওয়া দাপুটে নেতা উমেদা রাম বেনিওয়াল-কে। এই লোকসভার আটটি বিধানসভার মধ্যে দু জন নির্দলের, বাকি পাঁচটি বিজেপি-র, কংগ্রেসের সেখানে মাত্র একজন বিধায়ক।