Jaya Kishori (Photo Credit: X/ANI)

দিল্লি, ২৯ অক্টোবর: আধ্যাত্মিক বক্তা জয়া কিশোরীর (Jaya Kishori) হাতে ডিওরের (Dior Bag) ব্যাগ। যে ব্যাগের দাম ২ লক্ষের বেশি। আধ্যাত্মিক বক্তা জয়া কিশোরী যেখানে জীবন এবং সংসার থেকে সমস্ত মোহ, মায়া ত্যাগের কথা বলেন, সেখানে তাঁর হাতে কীভাবে ওই দামি একটি ব্যাগ এল, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন বহু মানুষ। শুধু তাই নয়, জয়া কিশোরীকে নিয়ে ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে। আধ্যাত্মিক বক্তা হিসেবে জয়া কিশোরী যা যা বলেছেন, তার সত্যতা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন।

ডিওরের ব্যাগ হাতে দেখার পর জয়া কিশোরীকে নিয়ে জোরদার বিতর্কের মাঝে তিনি কী বললেন দেখুন...

 

কে এই জয়া কিশোরী, দেখে নিন...

১৯৯৫ সালের ১৩ জুলাই রাজস্থানের সুজনগড়ে জন্ম হয় জয়া কিশোরীর। 'মীরা অফ মডার্ন এরা' নামেও সম্মোধন করেন অনেকে জয়া কিশোরীকে।

মহাদেবী বিড়লা একাডেমীতে পড়াশোনা করেন জয়া কিশোরী। এরপর কলকাতার শ্রী শিক্ষায়তন কলেজ থেকে কমার্স নিয়ে বি.কম পাশ করেন। আধ্যাত্মিক বক্তা হিসেবে নিজের পথ বেছে নিলেও, 'বুগি উগি'-তে এক সময় নাচ করতে দেখা যায় জয়া কিশোরীকে।

আধ্যাত্মিক গানের উপর জয়া কিশোরীর ২০টির বেশি অ্যালবাম রয়েছে বলে খবর।

সব বয়সের মানুষই জয়া কিশোরীর বক্তব্য শুনতে যান তাঁর কাছে। গীতা থেকে শুরু করে একাধিক বই থেকে উদ্ধৃতি উল্লেখ করে মানুষের মনের কাছাকাছি পৌঁছে গিয়েছেন এই আধ্যাত্মিক বক্তা।

নিজের কাজের জন্য একাধিক পুরস্কার পয়েছেন জয়া কিশোরী। ২০২১ সালে 'আইকনিক ওমেন মোটিভেশনাল স্পিকারের' পুরস্কারও যায় জয়া কিশোরীর ঝুলিতে। 'সেরা স্পিরিচুয়াল ইনফ্লুয়েন্সারের' পুরস্কারও পান জয়া কিশোরী নামের এই আধ্যাত্মিক বক্তা।