নতুন দিল্লি, ১৫ জানুয়ারি: বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ভারতের মানচিত্রের বাইরে দেখানো হয়েছে জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে। এমন মানচিত্রের বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছে নয়াদিল্লি। WHO-র ওয়েবসাইটে ভারতের ভুল মানচিত্র রয়েছে। ইতিমধ্যেই সমস্যাটি ভারতের তরফে ইন্দ্রমণি পাণ্ডে জেনেভায় WHO-র প্রধান ট্রেডস আধানম ঘেব্রেয়াসিসকে জানিয়েছেন। WHO-র এত বড়মাপের ভুলে তীব্র হতাশা প্রকাস করেছেন পাণ্ডে। এই বিষয়টি নিয়ে যাতে ট্রেডস আধানম ঘেব্রেয়াসিস পদক্ষেপ করেন এবং WHO-র ওয়েবসাইট থেকে যাতে খুব শীঘ্র ভুল মানচিত্রটি সরিয়ে নেওয়া হয় তানিয়ে দরবার করেছেন তিনি। ভুল মানচিত্র সরিয়ে সঠিক মানচিত্র বসানো হোক। এই দাবিও করেছেন তিনি। আরও পড়ুন-Shishir Adhikari Attacks Kunal Ghosh: পরিবারকে টানলে ছেড়ে কথা বলব না, পূর্ব মেদিনীপুরে এলে কুণাল ঘেরাও হবেন, আক্রমণাত্মক শিশির অধিকারী
বলাবাহুল্য, একমাসে এনিয়ে তিনবার WHO-র ওয়েবসাইটে মানচিত্র বদলের দাবি জানালো ভারত। সম্প্রতি ভারতের মহামারী পরিস্থিতির সর্বশেষ রিপোর্ট বর্ণনা দিতেই দেশের রঙীন মানচিত্র সংস্থার ওয়েবসাইটে আপলোড করে। এবংসেই মানচিত্রে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে ভারতীয় ভূখণ্ডের থেকে আলাদা করে দেখানো হয়েছে। WHO-র মানচিত্রে ভারতের রং নেভি ব্লু। অন্যদিকে আলাদা অঞ্চল প্রতিপন্ন করতে জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে ধূসর রঙের দেখানো হয়েছে। এর আগে মহামারী করোনার সময় চিনের পক্ষপাতিত্ব করায় আমেরিকা-সহ বিশ্বের বিভিন্ন দেশ WHO-র সমালোচনায় মুখর হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কারণেই WHO-কে চিনের পুতুল বলে আখ্যায়িত করেন।