কাশ্মীর নিয়ে আঙুল তোলার অধিকার পাকিস্তানকে কে দিয়েছে? ৩৭০ ধারা বিলোপ প্রসঙ্গে ইসলামাবাদকে তুলোধনা শশী থারুরের
শশী থারুর(Photo Credit: PTI)

দিল্লি, ৯ সেপ্টেম্বর: কাশ্মীর থেকে ৩৭০ ধারা (Article 370) তুলে দেওয়ার প্রশ্নে পাকিস্তান যেন কংগ্রেসের থেকে কোনওরকম প্রশ্রয় আশা না করে। পাকিস্তানের এত বড় ক্ষমতা কে দিয়েছে যে তারা আমাদের দিকে আঙুল তোলে? জম্মু ও কাশ্মীর (Jammu & Kashir) ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এই বিষয়েতাদের মাথা না গলালেও চলবে। ফের একবার কাশ্মীরে ৩৭০ ধারা রদ প্রসঙ্গে পাকিস্তানকে তুলোধনা করলেন কেরলের তিরুবনন্তপুরমের (Thiruvanthapuram) কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor)। এই প্রসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের সমর্থনেও কথা বলতে দেখা যায় থারুরকে। তিনি বলেন, কাশ্মীরের বিশেষ স্টেটাস খর্ব হল কি হল না তা দেখার জন্য গোটা দেশ রয়েছে। পাকিস্তানের এত খোঁজ খবরের কী দরকার। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর জন্য পাকিস্তানকে ডাকা হয়নি।

সম্প্রতি কাশ্মীর প্রসঙ্গে বিজেপি সরকারকে আক্রমণ করতে গিয়ে পাকিস্তান বলে, ৩৭০ ধারা বিলোপকে সমর্থন করেনি কংগ্রেস। কংগ্রেস অন্তত এই একটি বিষয়ে পাকিস্তানের পাশে রয়েছে। এরপরেই টুইট বার্তায় প্রতিবেশী দেশকে আচ্ছা করে কটাক্ষ করেন শশী থারুর। বলেন, কে বলেছে কংগ্রেস ৩৭০ ধারা রদের বিপক্ষে। ৩৭০ ধারা রদ করার জন্য যে প্রক্রিয়া কেন্দ্রের বিজেপি সরকার কাশ্মীরে প্রয়োগ করেছে তা মানে না কংগ্রেস। কারণ ওই প্রক্রিয়া আসলে দেশের সংবিধান ও গণতন্ত্রের পরিপন্থী। আর পাকিস্তানের কোনও অধিকার নেই কাশ্মীর নিয়ে কিছু বলার। পাকিস্তানকে কোনওভাবেই কংগ্রেস সমর্থন করে না। ভারতের  নিজস্ব বিষয়ে সেখানকার বিরোধী রাজনৈতিক দল যদি শাসকদেলর বিরোধিতা করে তবে সেটা তাদের ব্যাপার। তবে সীমান্তের বাইরে আমরা গোটাটাই ভারত। সেখানে পাকিস্তানের কোনও জায়গাই নেই। আরও পড়ুন-

এককথায় দেশে যতই রাজনৈতিক বিরোধিতা থাকুক না কেন কাশ্মীর প্রশ্নে ভারত কিন্তু একটাই। সেখানে বিজেপি কংগ্রেস বলে কোনও রজনৈতিক দল দেশের ইজারা নেবে তা মানতে নারাজ শশী থারুর। তিনি এই প্রসঙ্গেই বলেন, ‘আমার এদেশে কাজ কর্মের অভাব ছিল না। সেই অর্থে দেখতে গেলে আমি কখনওই কংগ্রেসে যোগ দিতাম না। তবুও রাজনীতিতে এসেছি কারণ দেশের উন্নতির জন্যে এই একটাই রাস্তা পড়ে আছে। বেশি আসন পেয়ে ভোটে জিতে ক্ষমতা দখলের উদ্দেশ্য সেখানে নগন্য।’