মহরম (Muharram) মাসের হাত ধরে ইসলামি নববর্ষের সূচনা হয়। ২৭ জুন, ২০২৫ থেকে শুরু হয়েছে নতুন হিজরি বর্ষ, ১৪৪৭। বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের কাছে হিজরি ক্যালেন্ডারের মধ্যে এই মহরম মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের চারটি পবিত্র মাসের মধ্যে একটি হল মহরম (Muharram 2025)। মহরম হল ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস। এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান, বিশেষ করে শিয়া মুসলমানদের জন্য।
মহরম কবে?
৬ নাকি ৭ জুলাই, ভারতে এই বছর কবে পালিত হবে মহরম? মহরম কবে পড়েছে তা জেনে রাখা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ মহরম উপলক্ষ্যে ব্যাঙ্ক (Bank Holiday), সরকারি অফিস, স্কুল-কলেজ বন্ধ থাকে। অর্থাৎ মহরম সরকারি ছুটির মধ্যে পড়ে। তবে মহরম কবে পালিত হবে তা চাঁদ দেখার উপর নির্ভর করে।
মহরম উপলক্ষ্যে কবে ছুটি থাকবে?
চাঁদ দেখার ভিত্তিতে মহরমের দিন নির্ধারিত হয় ঠিকই। কিন্তু ভারত সরকারের ক্যালেন্ডারে ৬ জুলাই মহরমের তারিখ দেওয়া রয়েছে। অর্থাৎ সরকারিভাবে ৬ জুলাই মহরমের ছুটি। ভারতে মহরম জাতীয় ছুটি হিসেবে পালিত হয়। এই দিনে, সমস্ত স্কুল, কলেজ, ব্যাঙ্ক, ডাকঘর এবং সরকারি অফিস বন্ধ থাকে। ব্যবসায়িক কার্যক্রমও বন্ধ থাকে। মহরম বাণিজ্যিক ছুটি পালনের জন্য জাতীয় স্টক এক্সচেঞ্জ (NSE) এবং বোম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) উভয়ই বন্ধ থাকে। অথচ ৬ জুলাই পড়েছে রবিবার। তবে এদিন যদি চাঁদ দেখা না যায় তাহলে ৭ জুলাই মহরম পালিত হবে।
রবিতে চাঁদ দেখা না গেলে সোমে মহরম
রবিবার, ৬ জুলাই চাঁদ দেখা না গেলে ৭ জুলাই সোমবার মহরম পালিত হবে ভারতে। সেক্ষেত্রে স্কুল, কলেজ, সরকারি অফিস এবং অনেক বেসরকারি অফিস সম্ভবত বন্ধ থাকবে। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানার মত বৃহৎ মুসলিম জনসংখ্যা অধ্যুষিত রাজ্যগুলিতে সরকারি ছুটি ঘোষণা হতে পারে বলেও আশা করা হচ্ছে।
মহরমে কি ভারতে ব্যাঙ্ক হলি ডে?
মহরম ভারতে সরকারি ছুটি হিসাবে পালিত হয় ঠিকই কিন্তু এই বছর আরবিআই-এর জুলাই মাসের ছুটির ক্যালেন্ডারে ৬ কিংবা ৭ তারিখে কোন হলি ডে নেই। কারণ ভারত সরকারের ক্যালেন্ডারে ৬ জুলাই, রবিবার মহরমের তারিখ দেওয়া রয়েছে। আর রবিবার এমনিতেই ব্যাঙ্ক বন্ধ থাকে। তাই আলাদা করে হলি ডে-র উল্লেখ নেই।