যৌন হেনস্থা নিয়ে এবার মুখ খুললেন ব্রিজ ভূষণ সিং। তিনি জানান, এই আইনগুলিকে নিয়ে অপব্যবহার করা হচ্ছে।শুধুমাত্র আমার ক্ষেত্রেই নয়, আপনি আপনার বাড়ির পাশেই যেকাউকেই দেখতে পারেন এই সমস্যায় ভুগছে সে। এই আইনগুলিকে ভালো উদ্দেশ্যে বানানো হয়েছিল কিন্তু এই আইনগুলিকে এখন অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।শুক্রবার অযোধ্যাতে সাংবাদিকদের জানান তিনি।
এমনকি যখন প্রতিবাদ শুরু হয়েছিল তখন শুধুমাত্র দাবি ছিল তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার বলেও জানিয়েছেন ব্রিজ ভূষণ।
"কিন্ত এখন প্রতিবাদ শুরু হয়েছে নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথের বিরুদ্ধে, আম আদমি দল এবং টুকরে টুকরে গ্যাংও জড়িত হয়েছে এদের সঙ্গে।
প্রতিবাদ পৌছে গেছে পাঞ্জাব এবং সেখান থেকে কানাডা পর্যন্ত।কানাডায় আমা বিরুদ্ধে প্রতিবাদ করার কোন মানে হয়?" বলে জানান তিনি।
কুস্তুগীর ভিনেশ ফোগত জানিয়েছেন, ২৮ মে নতুন পার্লামেন্ট ভবনের সামনে মহা পঞ্চায়েত করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
দিল্লি পুলিশের তরফে এই বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। এবং এই বিষয় নিয়ে সিট গঠন করে তা কোর্টকে জানিয়েও দেওয়া হয়েছে।
যৌন হেনস্থার অভিযোগে ব্রিজ ভূষণের পাশাপাশি নাম জড়িয়েছে ফেডারেশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিনোদ তোমারেরও।
"These laws are being misused, there are some flaws in them," says WFI chief Brij Bhushan on sexual harassment charges against him
Read @ANI Story | https://t.co/flzBEkKIfG#BrijBhushanSingh #wrestlersprotest #WFI #wrestling pic.twitter.com/O772bxjr6b
— ANI Digital (@ani_digital) May 26, 2023