Delhi CM Arvind Kejriwal (Photo Credits: Twitter)

দিল্লিতে কুস্তিগীরদের আটক করার ঘটনায় নিন্দা জানালেন দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।যন্তর মন্তর থেকে সংসদ ভবনের দিকে যাওয়ার সময় সাক্ষী মালিক, ভিনেশ ফোগত, সঙ্গীতা ফোগতকে আটক করে পুলিশ।

দিল্লি পুলিশের এই আচরনের তীব্র নিন্দা করেছেন কেজরিওয়াল। একটি টুইটের মাধ্যমে তিনি জানিয়েছেন, 'আমাদের দেশের ক্রীড়াবিদ যারা আমাদের দেশের সম্মান বাড়িয়েছেন তাঁদের সঙ্গে এই ধরনের আচরন খুবই দুঃখজনক এবং নিন্দনীয়'।

দিল্লিতে একদিকে যখন চলছে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান। ঠিক তখনই সেখান থেকে কিছুটা দূরে দেশের কুস্তিগিরদের টেনে-হিঁচড়ে সরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।  নরেন্দ্র মোদীর নয়া সংসদ ভবনের উদ্বোধন দেখে টুইট করেন কংগ্রেসের শীর্ষে নেতা রাহুল গান্ধী, তিনি জানান " এই অনুষ্ঠানকে আসলে নরেন্দ্র মোদীর রাজ্যাভিষেক বলে মনে হচ্ছে।"

সেই টুইটের কয়েক ঘণ্টা পরেই সাক্ষী মালিক, বিনেশ ফোগত, বজরং পুনিয়াদের ওপর পুলিশের অত্যাচারের ভিডিয়ো পোস্ট করে রাহুল গান্ধী টুইট করলেন, " রাজ্যাভিষেক পূর্ণ হল।

কেজরিওয়ালের পাশাপাশি এই ঘটনার নিন্দা করেছেন দেশের অন্যান্য রাজনৈতিক নেতারাও।