রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধানের গ্রেফতারের দাবিতে এবার রাস্তায় প্রতিবাদে নামলেন দেশের কুস্তিগীররা। দিল্লির যন্তরমন্তরে কুস্তিগীররা তাদের প্রতিবাদ শুরু করেছেন। যৌন হেনস্থার অভিযোগে তারা রেসলিং ফেডারেশনের প্রধান ব্রিজ ভূষনের বিরুদ্ধে দায়ের করেছেন এফআইআর। যদিও তাঁদের এফআইআর এখনও গ্রহন করা হয়নি দিল্লি পুলিশের তরফে। দিল্লি মহিলা কমিশনের তরফেও এফআইআর গ্রহন করার জন্য নোটিশ পাঠানো হয়েছে দিল্লি পুলিশকে।
৪৮ ঘন্টা কেটে গেলেও এখনও কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে অভিযোগ জানিয়েছেন বজরং পুনিয়া। ৭ কুস্তিগীরকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল ব্রিজ ভূষণের বিরুদ্ধে। এর আগে জানুয়ারিতে এর বিরুদ্ধে প্রতিবাদ জানালেও ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরের অনুরোধে আশ্বস্ত হয়ে প্রতিবাদ বন্ধ করা হয়। ঘটনার জেরে একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয় যার শীর্ষে ছিলেন মেরি কম।
যদিও এত সবের পরেও তাদের কোনন দাবি পূর্ণ করা হয়নি বলে অভিযোগ জানিয়েছেন কুস্তিগীর সাক্ষী মালিক। তাই আবার রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাস্তায় নেমেছেন কুস্তিগীররা।
"All parties welcome to join our protest...," Wrestlers demand action against WFI chief
Read @ANI Story | https://t.co/44D9HlJc4T#WFI #WrestlersProtest #JantarMantar #VineshPhogat #BajrangPunia #BrijBhushanSharanSingh
(Picture credit: Twitter/Vinesh Phogat) pic.twitter.com/ElCWoglFaL
— ANI Digital (@ani_digital) April 24, 2023