Photo Credit Pixbay

ভাড়া দিতে না পারায় মিলল না অ্যাম্বুলেন্স।মর্মান্তিক এক ঘটনার সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ। ছেলের নিহর দেহ ব্যাগে করে বাসে চেপে নিলে এলেন বাবা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে।

উত্তর দিনাজপুরের বাসিন্দা অসীম দেবশর্মার স্ত্রী দুটি সন্তানের জন্ম দেন। ৭ মে দুজনের শারিরীক অবস্থার অবনতি হলে তাদেরকে রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার আরও অবনতি হলে তাদেরকে শিলিগুড়িতে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়।

দুটি বাচ্চার মধ্যে একটির অবস্থার উন্নতি হলে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এবং বাচ্চার মায়ের সঙ্গে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। অপর বাচ্চাটির শারিরীক অবস্থার আরও অবনতি হয়।শনিবার সন্ধ্যেয় দ্বিতীয় সন্তানটি মারা যায়। ছেলের মৃত্যুর পর বাড়ি ফেরার জন্য অ্যাম্বুলেন্স চাইলেও পাওয়া যায়নি বলে অভিযোগ মৃত ছেলের বাবা অসীম দেবশর্মার। সরকারী অ্যাম্বুলেন্স ফ্রি তে পরিষেবা দেওয়ার কথা থাকলেও এর জন্য তারা আট হাজার টাকা দাবি করে বলে অভিযোগ মৃতের পিতার।

অগত্যা ছেলেকে বাড়ি নিয়ে আসতে বাসই ভরসা হয়ে ওঠে। শিলিগুড়ি বাসস্ট্যান্ড থেকে একটি ব্যাগে করে ৫ মাসের ছেলের নিথর দেহ নিয়ে আসা হয় রায়গঞ্জের বাড়িতে। রবিবার বাড়িতে আসার পর কান্নায় যথারীতি ভেঙে পড়েন মৃত ছেলের বাবা অসীম দেবশর্মা।