Photo Credits: ANI

দলিত মুখ ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হোক। এমনটা চান, তাই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম বিরোধীদের জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রস্তাব করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে ইন্য়া জোটের বৈঠকে মমতার সুরে সুর মিলিয়ে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালও খাড়গকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে চান। ৮১ বছরের খাড়গে সেটাা সেই প্রস্তাব উড়িয়ে দেন বলে দাবি । INDIA জোটের বৈঠক শেষে এমন কথাই জানালেন এমডিএমকে নেতা ভাইকো। সূত্রের খবর, মমতা খাড়গের নাম প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তোলার পর দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত বসাই মাথা নাড়িয়ে সমর্থন জানান। তবে বৈঠকে উপস্থিত কেরল কংগ্রেসের নেতা পিসি থমাস জানা, মমতা কারও নাম প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে নেননি। মমতা শুধু বলেন, দলিত কাউকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হলে ভাল হয়। এই বিষয়ে তেমন আলোচনা হয়নি বলে থমাস জানান।

কর্ণাটকের ৮১ বছরের খাড়গে কংগ্রেসের দলিত মুখ। গত বছর দলীয় নির্বাচনে শশী থারুরকে হারিয়ে কংগ্রেস সভাপতি নির্বাচিত হন খাড়গে। গত ২৪ বছরে গান্ধী পরিবারের বাইরে তিনিই প্রথমবার কংগ্রেসের সর্বোচ্চ পদে বসেন।

দেখুন ভিডিয়ো

দলিত, ওবিসি অধুষ্যিত আসনগুলিতে বিজেপি দারুণ ফল করছে। বিজেপিকে রুখতে তাই দলিত মুখেই ভরসা করছেন মমতা। তবে গতকাল, সোমবার দিল্লিতে সাংবাদিকদের সামনে মমতা বলেছিলেন, ভোটের পরে ঠিক হবে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী কে হবেন।

শুনুন কেরল কংগ্রেস নেতার বক্তব্য

এদিকে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ইন্ডিয়া জোটের দলগুলির মধ্যে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত কথাবার্তা সম্পূর্ণ হবে বলে জানা গিয়েছে। রেকর্ড সংখ্যক সাংসদদের সাসপেন্ড হওয়া নিয়ে ইন্ডিয়া জোটের বৈঠকে নিন্দাপ্রস্তাব আনা হয়েছে।