অভিষেক ব্যানার্জীর ব্যক্তিগত সেক্রেটারি পরিচয় দিয়ে পূর্ব রেলওয়ের জেনারেলের ম্যানেজারের সঙ্গে জালিয়াতি এবং তাঁকে হুমকির অভিযোগ। যার জেরে পূর্ব রেলের তরফে ২ ব্যক্তির বিরুদ্ধে কলকাতা পুলিশে দায়ের করা হয়েছে অভিযোগ।
পুলিশের তরফে জানা গেছে, বিভাস সরকার নামের ওই ব্যাক্তি ইমেলের মাধ্যমে জেনারেল ম্যানেজারের সঙ্গে যোগযোগ করে রামপুরহাট থেকে স্বাধীনপুর পর্যন্ত রেলের টেন্ডারের জন্য।
ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগকে। ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। ম্যানেজারকে ফোন করে টেন্ডারের অর্থ হিসেবে ৫,৮৭,৮২,২০৩ টাকা দাবি করে বিশ্বনাথ সরকার নামের এক ব্যক্তি। টাকা না দিলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
অভিযোগ দায়ের হওয়ার পর দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত বিভাস সরকারকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হলে ১৯ জুন পর্যন্ত পুলিশ রিমান্ডে থাকার নির্দেশ দেওয়া হয়।
অন্য অভিযুক্ত বিশ্বনাথ সরকারকে শনিবার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
West Bengal: 2 arrested in Kolkata for threatening railway staff by impersonating as Abhishek Banerjee's secretary
Read @ANI Story | https://t.co/uEIcsIeCCy#WestBengal #Kolkata #Kolkatapolice pic.twitter.com/Ml0kqkojyf
— ANI Digital (@ani_digital) June 11, 2023