অরবিন্দ কেজরিওয়াল

দিল্লি, ৮ মে: হাতে মাত্র ৫, ৬ দিনের মতো ভ্যাকসিন (Vaccine) বাকি রয়েছে। বর্তমানে দিল্লির মানুষকে পুরোমদমে করোনা ভ্যাকসিন (Corona) দেওয়ার কাজ শুরু হয়েছে। সেই কারণেই দিল্লিতে ভ্যাকসিন দ্রুত শেষ হচ্ছে বলে জানান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।

করোনা পরিস্থিতি নিয়ে শনিবার ফের সাংবাদিকদের মুখোমুখি হন দিল্লির মুখ্যমন্ত্রী। সেখানে তিনি, বর্তমানে সবচেয়ে বেশি শিশুদের নিয়ে চিন্তায় রয়েছেন। শিশুদের তো টিকা দেওয়া যাচ্ছে না। ফলে শিশুদের (Children) নিয়েই চিন্তা হচ্ছে। ভ্যাকসিন বিশেষজ্ঞ এবং কেন্দ্রীয় সরকার যাতে শিশুদের টিকাকরণের বিষয়ে শিগগিরই চিন্তাভাবেনা করেন, সে বিষয়ে আবেদন জানান দিল্লির মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Mamata Banerjee: '৩০ হাজার কোটি কিছুই নয় কেন্দ্রের কাছে', করোনা ভ্যাকসিন নিয়ে মোদী সরকারকে তোপ মমতার

আগামী ৩ মাসের মধ্যে দিল্লির (Delhi) সব মানুষকে ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ করবে দিল্লি সরকার। ফলে প্রতিদিন ৩ লক্ষ মানুষকে টিকা দেওয়ার কাজ করতে হবে কিন্তু বর্তমানে গোটা রাজ্য জুড়ে ১ লক্ষ মানুষকে টিকা দেওয়া যাচ্ছে বলে জানান দিল্লির মুখ্যমন্ত্রী। এরজন্য ভ্যাকসিনের প্রায় ৩ কোটি ডোজ প্রয়োজন বলে জানান কেজরিওয়াল।  শিগগিরই যাতে তাঁর রাজ্যের সমস্ত মানুষের টিকাকরণ করা যায়, সে বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেন অরবিন্দ কেজিরওয়াল।