শীতের প্রকোপ ক্রমশই বেড়ে চলেছে দিল্লি সহ উত্তর ভারতে। যার জেরে ব্যহত হচ্ছে বিমান পরিষেবাও। দিল্লিতে তাপমাত্রা শনিবারে রেকর্ড করা হয়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে কুয়াশাও রয়েছে যা জানুয়ারীর ২২ এবং ২৩ তারিখ পর্যন্ত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের হিসেব অনুযায়ী পালাম বিমানবন্দরে দৃশ্যমানতা রেকর্ড করা হয়েছে ১১০০ মিটার পর্যন্ত। এছাড়া হরিয়ানায় ২০০, হিসারে ৫০০, দিল্লির সফদরজংয়ে ৫০০ এবং পালামে ১১০ মিটার দৃশ্যমানতা নথিভুক্ত করা হয়েছে।
দিল্লি থেকে বিভিন্ন প্রান্তে যাওয়া ১১ টি ট্রেন কুয়াশার কারণে দেরীতে ছাড়ে। দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশন্যাল এয়ারপোর্টে বেশ কিছু বিমান বাতিল করা হয় ঘন কুয়াশার জেরে।জানুয়ারীর ২৫ তারিখ পর্যন্ত তাপমাত্রা ৬ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি পর্যন্ত থাকবে বলে জানা গেছে।
স্পাইস জেট এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়েছে যে ঘন কুয়াশার কারণে ধর্ণশালা থেকে জম্মু যাওয়ার বিমান পরিষেবা ব্যহত হতে পারে। এছাড়া দিল্লিতে আসার প্রায় ২ ডজন ট্রেন দেরীতে ঢুকেছে কুয়াশার কারণে।
উত্তর ভারতীয় রেলের তথ্য অনুযায়ী খাজুরাহো কুরুক্ষেত্র এক্সপ্রেস, পুরী নিউ দিল্লি পুরষোত্তম এক্সপ্রেস, হয়দরাবাদ নিউ দিল্লি এক্সপ্রেস, রাণী কমলাপতী নিউ দিল্লি ভোপাল এক্সপ্রেস, কামাক্ষ্যা দিল্লি জংশন ৬ থেকে ৬.৫ ঘন্টা দেরীতে ছেড়েছে বলে জানা গেছে।
North India continues to shiver; some flights and trains delayed due to fog
Read @ANI Story | https://t.co/JshAk976ko#Weather #Flight #Trains #Fog pic.twitter.com/grSNCm92OB
— ANI Digital (@ani_digital) January 20, 2024