দিল্লি, ৩০ মে: নির্ধারিত সময়ের আগেই এবার বর্ষা (Monsoon) এল। এমনই জানাল আবহাওয়া দফতর। ১ জুনের আগেই কেরলে বৃষ্টি শুরু হয়ছে। ফলে নির্দিষ্ট সময়ের আগেই এবার কেরলে বর্ষা ঢুকে পড়েছে বলে জানানো হয় আবহাওয়া দফতরের তরফে। প্রত্যেকবারের নির্ধারিত গতি অনুযায়ী, ১ জুন বর্ষার আগমন হয় কেরলে। তবে এবার ১ জুনের আগেই দক্ষিণের এই রাজ্যে বর্ষা ঢুকে পড়েছে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়। ১ জুন কেরলে বর্ষার আগমন হলে, ১৫ তারিখের মধ্যে দেশের প্রায় সর্বত্র বৃষ্টি শুরু হয়। তবে উত্তর-পূর্ব ভারতে বর্ষা ৫ জুনের মধ্যে প্রবেশ করে।
দেখুন ট্যুইট...
Southwest Monsoon has set in over Kerala and advanced into most parts of Northeast India today, the 30th May, 2024.
— India Meteorological Department (@Indiametdept) May 30, 2024
কেরলে বর্ষার আগমনের পরপরই উত্তর-পূর্ব ভারতেও বৃষ্টি শুরু হয়। তবে এবার কেরলে বর্ষা প্রবেশের সময় এগিয়ে আসায়, উত্তর-পূর্ব ভারতেও তার প্রভাব পড়বে বলেই মনে করছে আবহাওয়া দফতর।