দিল্লি, ৮ অগাস্ট: উত্তরাখণ্ডে ফের ভারি বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। শুক্রবার পর্যন্ত উত্তরাখণ্ডে ভারি বৃষ্টি হবে বলে সতর্কতা জারি করা হয়েছে মৌসম ভবনের তরফে। তবে উত্তরাখণ্ডের কোনও কোনও জায়গায় শনিবার পর্যন্তও ভারি বৃষ্টি হবে বলে জারি করা হয়েছে কমলা সতর্কতা। দেরাদুন, উত্তরকাশি,চামোলি, রুদ্রপ্রয়াগ, তেহরি-সহ একাধিক জায়গায় এক নাগাড়ে ভারি বৃষ্টি হবে বলে সতর্কতা।
উত্তরাখণ্ডের পাশাপাশি পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশেও বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। আগামী ২ দিন ধরে পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তরপ্রদেশে বৃষ্টি হবে বলে মৌসম ভবনের খবর। এসবের পাশাপাশি আগামী ১৪ অগাস্ট পর্যন্ত উত্তর-পূর্বের রাজ্যগুলিতে কখনও ভারি আবার কখনও হালকা বা মাঝারি মাপের বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে।
এমনকী উত্তরপূর্বের বেশ কয়েকটি রাজ্যে অত্যন্ত ভারি বৃষ্টি হতে পারে বলেও আবহাওয়া দফতর মনে করছে। যার মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা।