Himachal Pradesh Rain And Flash Flood (Photo Credit: X/PTI)

দিল্লি, ১ জুলাই: একটানা বৃষ্টি শুরু হয়েছে হিমাচল প্রদেশে (Himachal Pradesh Rain)। প্রত্যেক বছরের মত এবারও হিমাচল প্রদেশে বৃষ্টির (Rain) জেরে দুর্ভোগ শুরু হয়েছে সেখানকার মানুষের মধ্যে। এক নাগাড়ে বৃষ্টির জেরে মান্ডি (Mandi), কারসোগ এলাকায় হু হু করে জল বাড়তে শুরু করেছে। ফলে হঠাৎ বন্যা (Flash Flood) দেখা দিতে শুরু করেছে বিভিন্ন এলাকায়। সেই সঙ্গে শুরু হয়েছে ধস। ফলে মান্ডি, কারসোগ থেকে সাধারণ মানুষকে সরানোর কাজ শুরু হয়েছে। কোনওভাবে যাকে কেউ ক্ষতিগ্রস্থ না হন, সে বিষয়ে জারি করা হয়েছে কড়া সতর্কতা। তা সত্ত্বেও মান্ডি থেকে ১ জনের মৃত্যুর খবর মিলেছে। সেই সঙ্গে ভেসে গিয়েছেন আরও ১২ জন। হঠাৎ বন্যায় প্রথমে ৩ জনের ভেসে যাওয়ার খবর মিললেও, পরে তা বেছে ১২-তে গিয়ে পৌঁছেছে।

হঠাৎ বন্যায় মানুষ যেমন ভেসে যেতে শুরু করেছেন, তেমনি গাড়িঘোড়াও ভাসতে শুরু করে। বিয়াস বা বিপাশা নদীর (Beas River) জলস্তর ক্রমশ বাড়ছে। গর্জন করে বয়ে যাচ্ছে বিপাশা। যে ছবি উঠে আসতেই মানুষের মনে ভয় ধরতে শুরু করেছে। একটানা বৃষ্টি, হঠাৎ বন্যার জেরে গোটা হিমাচল জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। স্কুল, কলেজ সব বন্ধ করে রাখা হয়েছে।

আরও পড়ুন: Himachal Pradesh Cloudburst: মেঘভাঙা বৃষ্টিতে ভাসছে মান্ডি, ভেসে গেলেন ৩ জন, হিমাচল প্রদেশের পরিস্থিতি খারাপ হচ্ছে ক্রমশ, দেখুন ভিডিয়ো

দেখুন কীভাবে ফুঁসছে বিপাশা নদী...

 

সোমবার থেকে বিপাশা নদী উত্তাল হতে শুরু করেছে বেশি করে। সোমবার সকাল থেকে যেভাবে এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে, তার জেরেই ফুঁসতে শুরু করেছে বিপাশা। স্বাভাবিকের তুলনায় কয়েক গুন বেশি বৃষ্টি হচ্ছে। ফলে পরিস্থিতি যে আরও খারাপের দিকে যাচ্ছে মান্ডি, কারসোগের, তা কার্যত স্পষ্ট।

দেখুন কীভাবে বিপাশা নদী সব ভাসিয়ে নিয়ে যেতে শুরু করেছে...

 

বিপাশা যেন গিলে খেতে আসছে গোটা মান্ডি, কারসোগকে...