Mandi Cloudburst (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১ জুলাই: মান্ডিতে (Mandi Cloudburst) শুরু হয়েছে মেঘভাঙা বৃষ্টি। মঙ্গলবার ভোর থেকে মেঘভাঙা বৃষ্টি (Rain) শুরু হয় হিমাচল প্রদেশের (Himachal Pradesh) মান্ডিতে। যার জেরে এখনও পর্যন্ত ৩ জনের ভেসে যাওয়ার খবর মেলে। মেঘভাঙা বৃষ্টিতে হঠাৎ বন্যা (Flash Flood) দেখা দেয় মান্ডিতে। যার জেরে পরপর ৩ জনের ভেসে যাওয়ার খবর মেলে।

আরও পড়ুন: Uttarakhand Rain Video: হু হু করে বাড়ছে অলকানন্দা, মন্দাকিনির জল, রুদ্রপ্রয়াগে ভাসছে শিবের মূর্তি, দেখুন ভিডিয়ো

দেখুন মান্ডির কী পরিস্থিতি...

 

মান্ডির ধরমপুরে মেঘভাঙা বৃষ্টি এবং ধ্বসের জেরে পাহাড় ভেঙে বড় বড় পাথর অর্থাৎ বোল্ডার ভেঙে নীচের দিকে গড়িয়ে আসতে শুরু করে...

 

হঠাৎ বন্যায় মান্ডির বাড়িঘর থেকে রাস্তাঘাট, সেতু সব ভেসে যেতে শুরু করেছে একের পর এক করে। দেখুন সেই ভয়াবহ ভিডিয়ো...

 

মেঘভাঙা বৃষ্টিতে যখন ধস নামতে শুরু করে, সেই সময় কারসোগের কী পরিস্থিতি দেখুন। রঘুনাথ কা পাহাড় এলাকায় ধসের জেরে পরপর ১২ জন ফেঁসে ছিলেন। মান্ডি সর্দার পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে খুব সাবধানে ওই ১২ জনকে উদ্ধার করে...

 

 

জানা যাচ্ছে, চলতি বছরে হিমাচল প্রদেশ এখনও পর্যন্ত ১৩৫ মিলিমিটার বৃষ্টির সম্মুখীন হয়েছে। যা স্বাভাবিকের তুলনায় ৩৪ শতাংশ বেশি। ফলে কোথাও হঠাৎ বন্যা আবার কখনও ধস নামতে শুরু করেছে। সাধারণ মানুষ যাতে এই মুহূর্তে খুব বেশি ঘরের বাইরে না বের হন, সে বিষয়ে আবেদন জানানো হয়েছে প্রশাসনের তরফে। পাশাপাশি খুব প্রয়োজন ছাড়া কেউ কোথাও ভ্রমণ করবেন না বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন। বিশেষ করে পাহাড়ি এলাকায়। প্রত্যেকে সাবধানে থাকুন বলে একাধিকবার আবেদন জানানো হয়েছে হিমাচল প্রদেশ সরকারের তরফে।