গোটা দেশ জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। এক নাগাড়ে বৃষ্টির জেরে হিমাচল প্রদেশের (Himachal Pradesh) পর এবার উত্তরাখণ্ডের (Uttarakhand Rain) পরিস্থিতিও ক্রমশ খারাপ হতে শুরু করেছে। একটানা বৃষ্টিতে অলকানন্দার জল  হু হু করে বাড়তে শুরু করেছে। অলকানন্দার (Alakananda River) পাশাপাশি মন্দাকিনি নদীর (Mandakini River) জলও বাড়ছে। ফলে অলকানন্দা এবং মন্দাকিনির জল ক্রমাগত বাড়তে শুরু করলে, পরিস্থিতি বিগড়ে যেতে শুরু করে। অলকানন্দা এবং মন্দাকিনির জল বাড়লে রুদ্রপ্রয়াগে (Rudraprayag) থাকা শিবের মূর্তি ডুবতে শুরু করে। প্রায় ১২ ফুট উঁচু দেবাদিদেবের মূর্তির  মাথার কাছে পর্যন্ত নদীর জল চলে যায়। ফলে গোটা এলাকা জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। অলকানন্দা এবং মন্দাকিনি নদীর আশপাশের যে বাড়িঘরগুলি রয়েছে, সেখানকার মানুষও যাতে সতর্ক থাকেন, তার আবেদন জানানো হয় প্রশাসনের তরফে।

আরও পড়ুন: Flood Video: বন্যার জলে ভেসে গেলেন ৩ কিমি, গাছ আঁকড়ে ধরে... ভয়াবহ ভিডিয়ো

দেখুন অলকানন্দা এবং মন্দাকিনি নদীর জল কীভাবে হু হু করে বাড়তে শুরু করেছে...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)