Rain (Photo Credits: X)

নয়াদিল্লি, ১৬ মেঃ দহন জ্বালায় জ্বলছে বাংলা। বৃষ্টির নামগন্ধ নেই। তীব্র তাপপ্রবাহে জ্বালাপড়া অবস্থা হচ্ছে রাজ্যবাসী। দিনের বেলা বাড়ির বাইরে পা রাখা দুর্বিষহ। যেন গিলে খেতে আসছে সূর্য্যিমামা। এদিকে শুক্রবার বিকেলের পর দিল্লি-সহ আশেপাশের শহরে আচমকা উঠল ধুলোঝড়। সেই সঙ্গে শুরু হয়েছে অঝোরে বৃষ্টি (Delhi Rain)। অস্বস্তিকর গরমে জ্বলছিল রাজধানীবাসীও। তবে ঝড়বৃষ্টির জেরে একলাফে কমেছে তাপমাত্রা। স্বস্তির বৃষ্টিতে ভিজছে দিল্লি এবং এনসিআর। ভারত আবহাওয়া দফতর (IMD) জানাচ্ছেন, মাঝারি বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বইবে দিল্লিতে। বাতাসে ধূলিকণার পরিমাণও থাকবে ভীষণভাবে। যার জেরে স্বাভাবিক জীবনযাত্রা সামান্য হলেও বিঘ্নিত হবে। রাজধানীতে 'হলুদ সতর্কতা' জারি করা হয়েছে।

বঙ্গে বৃষ্টি কবে?

দহন জ্বালা থেকে কবে মুক্তি মিলবে বঙ্গবাসীর? কবে বৃষ্টি নামবে রাজ্যে? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষপ্ত বৃষ্টি হতে পারে। তবে, ভ্যাপসা গরম এখনও রয়েছে কলকাতায়, একই রকম আবহাওয়া শহরতলিতেও।

অঝোরে বৃষ্টি, ভিজছে দিল্লিঃ

হাওয়া অফিসের থেকে পাওয়া তথ্য অনুসারে, শুক্রবারের পর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা সামান্য কমবে। সপ্তাহান্তে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা কমবে ২ থেকে ৩ ডিগ্রি। শনি এবং রবিবার ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হবে। নদীয়া, মুর্শিদাবাদে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে।