দিল্লি, ২৩ ডিসেম্বর: শীতে জমে গেল জম্মু কাশ্মীর (Jammu And Kashmir), হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। তীব্র শৈত্য প্রবাহে (Cold Wave) জমে যাচ্ছে গোটা উত্তর ভারত। (Todays Weather) প্রচণ্ড শীতে জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশের একাধিক জায়গা জমে যেতে শুরু করেছে। তাপমাত্রা নামছে হিমাঙ্কের নীচে। কাশ্মীরের জনপ্রিয় ডাল লেকের জলও বর্তমানে জমে বরফে পরিণত হয়েছে। জম্মু কাশ্মীরের শ্রীনগরে তাপমাত্রা নেমেছে ৪.৫ ডিগ্রিতে।
জম্মু কাশ্মীরের পহেলগাম, দক্ষিণ কাশ্মীরের (South Kashmir)পরিস্থিতি খারাপ। সেখানে তুষারপাতের জেরে প্রায় সমস্ত কিছু জমে যেতে শুরু করেছে। দক্ষিণ কাশ্মীরে তাপমাত্রা ৪.৯ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। গুলমার্গে তাপমাত্রা নেমেছে ৪.৬ ডিগ্রিতে।
দেখুন কী পরিস্থিতি জম্মু কাশ্মীরে...
Kashmir Shivers: Srinagar Records -8.5°C, Coldest Night of the Season.
Kashmir Region: Extreme Cold Conditions
Srinagar: -8.5°C
Pahalgam: -8.6°C
Sonamarg: -8.8°C
Pulwama: -10.3°C
Anantnag: -10.5°C
Shopian: -10.4°C pic.twitter.com/XBl7OFHzaV
— 𝙋𝙤م𝙋𝙪𝙧 𝕏 (@EnnReshi) December 21, 2024
অন্যদিকে হিমাচল প্রদেশে পাহাড় ঘেঁষা যে সমস্ত আদিবাসী এলাকা রয়েছে, সেখানে চরম শৈত্য প্রবাহ চলছে। সেই সঙ্গে ওই সমস্ত পাহাড়ি এলাকার মানুষ কার্যত প্রচণ্ড শীতের সঙ্গে লড়াই শুরু করেছেন।
জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশ যখন তীব্র শৈত্য প্রবাহে কাঁপছে, সেই সময় দিল্লিতে (Delhi) বৃষ্টি হচ্ছে। সোমবার দিল্লির ঘুম ভাঙে হালকা বৃষ্টি দিয়ে। ফলে তীব্র ঠাণ্ডার সঙ্গে দিল্লিতে বায়ু দূষণ আরও চরম মাত্রা ধারণ করছে। দিল্লির বাতাসের পরিস্থিতি অত্যন্ত খারাপ বলে ফের জানানো হয়েছে। দিল্লিতে সোমবার গোটা দিন, রাতে হালকা বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।
রাজস্থানেও (Rajasthan) শুরু হয়েছে শৈত্য প্রবাহ। রাজস্থানের সাঙ্গারিয়ায় তাপমাত্রা নেমেছে ৫-এর নীচে। ফতেপুরে তাপমাত্রা ৫.৩। চারু, আলওয়ারে ৬.৬। শ্রীনঙ্গানগরে ৭। ঢোলপুরে ৭.৫। আন্তায় ৭.৮। সবকিছু মিলিয়ে জম্মু কাশ্মীর থেকে হিমাচল প্রদেশ কিংবা দিল্লি, রাজস্থান, প্রচণ্ড শীতে জমে যেতে শুরু করেছে গোটা উত্তর ভারত।