Mumbai Rain Alert (Photo Credit: PTI/X)

মুম্বই, ২৬ মে: আবহাওয়ার পরিবর্তন নেই মুম্বইতে (Mumbai Rain)। এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে দেশের এই শহরে। মহারাষ্ট্রের (Maharashtra) একাধিক জায়গায় জোর কদমে বর্ষণ হলেও, মুম্বইয়ের বেহাল দশা। কয়েকদিন ধরে এক নাগাড়ে বৃষ্টির (Mumbai Weather Forecast) জেরে ভারতের (India) বাণিজ্যনগরী জলমগ্ন। মুম্বইয়ের একাধিক রাস্তায় জল জমতে শুরু করেছে। ফলে সাধারণ জনজীবন বিপন্ন শুরু করেছে হতে। মুম্বইয়ের রাস্তায় জল জমতে শুরু করায় সাধারণ মানুষের দুর্ভোগ যখন বাড়ছে, সেই সময় ফের আশঙ্কার কথা শোনাল আবহাওয়া দফতর (Weather Office)।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, মুম্বইতে আরও বৃষ্টি হবে। ফলে বাণিজ্যনগরীতে হলুদ এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। এক নাগাড়ে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় তোলপাড় হবে মুম্বইয়ের সাধারণ মানুষের জীবনযাপনও। এমন সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। হাওয়ার অফিসের সতর্কতায়, মুম্বইতে বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। ফলে আগামী ২৪ ঘণ্টার জন্য কড়া সতর্কতা জারি করা হয়েছে।

মসজিদ, বাইকুল্লা, দাদার, মাতুঙ্গা, বদলাপুরের মত স্টেশনগুলি বিপর্যস্ত। রেললাইনে জল জমে ট্রেন চলাচল বিঘ্নিত হতে শুরু করেছে। সপ্তাহের প্রথমদিনে অর্থাৎ সোমবার যখন ট্রেন অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে, সেই সময় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়তে শুরু করেছে। প্ল্যাটফর্ম লোকে লোকারণ্য হয়ে যায়।

আরও পড়ুন: Weather Forecast of Bengal: ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ও উত্তরবঙ্গে, উত্তাল হবে সমুদ্রও জানাল আবহাওয়া দফতর

দেখুন লোয়ার পারেলের কী অবস্থা....

 

ট্রেন চলাচলের পাশাপাশি রাস্তায় গাড়ির গতিও ধীর হয়ে যায়। ধীর গতিতে একাধিক গাড়ি চলতে শুরু করে মুম্বইয়ের রাস্তায়। বিএমসির কথায়, নরিম্যান পয়েন্টে ১০৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কোলাবায় হয়েছে ৮৩ মিলিমিটার, ওয়ার্ড অফিসে ৮৬ মিলিমিটার এবং মুম্বই হেড অফিসে ৮০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

মুম্বইয়ের পাশাপাশি রায়গড়ের জন্যও তুমুল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।