
দিল্লি, ২৭ মে: আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, দেশে বর্ষা (Rain) প্রবেশ করেছে। যার জেরে দক্ষিণ ভারতের (South India) পাশাপাশি মহারাষ্ট্রেও (Maharashtra) প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ, ওড়িশাতেও হালকা থেকে ভারি বৃষ্টি হচ্ছে বিভিন্ন সময়ে। এসবরে মধ্যে এবার হাওয়া অফিসের তরফে বিশেষ সতর্কতা প্রকাশ করা হল। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এ বছর ১০৬ শতাংশ বৃষ্টি হবে। জুন মাস (June) থেকে বৃষ্টির প্রকোপ বাড়বে হু হু করে। ফলে জুন মাস থেকে দেশের বিভিন্ন প্রান্তে যে বর্ষা হবে, তা গত বছরের তুলনায় বেশি বলে জানানো হয় হাওয়া অফিসের (IMD) তরফে। ফলে গোটা দেশ জুড়ে তাপমাত্রা নামবে।
বর্ষার (Rain) মরশুমে যে ঠাণ্ডাটুকু থাকা প্রয়োজন বা তাপমাত্রার পরিমাপ যেটুকু থাকা প্রয়োজন, তার তুলনায় বেশি করে শীত অনুভূত হবে বলে সতর্ক করা হয় হাওয়া অফিসের তরফে। উত্তরপশ্চিম এবং উত্তরপূর্ব ভারতে এই তাপমাত্রা হু হু করে নামবে। অতিরিক্ত বৃষ্টির জেরে উত্তরপশ্চিম এবং উত্তরপূর্ব ভারতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় নেমে যাবে বলে জানানো হয়েছে।
আইএমডির কথায়, দক্ষিণ ভারতে অতিরিক্ত বৃষ্টি হবে। যা স্বাভাবিকের তুলনায় বেশি বলেই ধরা হচ্ছে।
অর্থাৎ মে মাসের শুরুতে দক্ষিণ বঙ্গোপসাগরে (Bay Of Bengal) এবং ভারত মহাসাগরে (Indian Ocean) যে মৌসুমি বায়ু প্রবেশ করে, তার জেরে গোটা দেশ জুড়ে নির্দিষ্ট সময়ের আগেই বৃষ্টি নামতে শুরু করেছে।
মুম্বইতে চলছে বাধভাঙা বৃষ্টি। প্রত্যেক বছর যেখানে ১০ জুন পার করে বৃষ্টি প্রবেশ করে মুম্বইতে, সেখানে এবার আগে থেকেই বর্ষণ শুরু হয়েছে। যার জেরে মুম্বই-সহ মহারাষ্ট্রের (Mumbai Rain) একাধিক জায়গায় বৃষ্টিতে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। অতিবৃষ্টির জেরে মুম্বইতে যেমন লাল সতর্কতা জারি করা হয়েছে, কেরলও জারি উচ্চ সতর্কতা। দক্ষিণের এই রাজ্যের মানুষ যাতে সতর্ক থাকেন, সে বিষয়ে লাল সতর্কতা জারি করা হয় আবহাওয়া দফতরের তরফে।