Rajnath Singh On Ladakh Standoff: 'দেশের স্বার্থের সঙ্গে আপস করা হবে না', চিন নিয়ে বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Photo: ANI)

নতুন দিল্লি, ১৪ জুন: ভারত ও চিনের সীমান্ত সমস্যা (India-China Ladakh Standoff) আলোচনার মাধ্যমেই মিটে যাবে বলে ফের জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh )। আজ দিল্লিতে 'জম্মু জন সংবাদ ভার্চুয়াল র‌্যালিতে' রাজনাথ সিং বলেন, "কূটনৈতিক ও সামরিক পর্যায়ে চিনের সঙ্গে আলোচনা চলছে। চিনও আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের ইচ্ছা প্রকাশ করেছে। আমি বিরোধীদের জানাতে চাই যে আমাদের সরকার কাউকে অন্ধকারে রাখবে না। আমি আশ্বাস দিচ্ছি যে আমরা কোনও পরিস্থিতিতেই দেশের স্বার্থের সঙ্গে আপস করব না।"

পাকিস্তান অধিকৃত কাশ্মীর (POK) নিয়েও তিনি বড় দাবি করেন। বলেন, শুধু অপেক্ষা করুন, শীঘ্রই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের লোকেরা দাবি করবে যে তারা পাকিস্তানের শাসনের অধীনে নয়, ভারতের সঙ্গে থাকতে চায়। যেদিন এটি ঘটবে সেদিন আমাদের সংসদের একটি লক্ষ্যও অর্জন করা হবে।" রাজনাথ বলেন, "পরিস্থিতি বদলে গেছে। আমাদের দেশের চ্যানেলগুলি মুজফ্ফরাবাদ-গিলগিটের তাপমাত্রা, আবহাওয়ার খবর দিচ্ছে। আর সেই কারণে ইসলামাবাদে তাপ অনুভূত হচ্ছে। আর সেই কারণে কিছু একটা করবে বলে ভাবছে।" আরও পড়ুন: Indo-Sino Stand-Off in Ladakh: ভারত-চিন সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে, জানালেন সেনা প্রধান মনোজ মুকুন্দ নারাভানে

৩৭০ ধারা প্রত্যাহারের পর কাশ্মীরে অশান্তি কমেছে বলে দাবি করেন প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, "এর আগে কাশ্মীরে 'কাশ্মীর আজাদি' স্লোগান উঠেছিল এবং পাকিস্তান ও আইএসআইএস-র পতাকা দেখা যেত, তবে এখন সেখানে কেবল ভারতের পতাকা দেখা যায়।"