পটনা, ১৯ জুন: জল্পনাই সত্যি হল। বিহারে নীতীশ কুমারের সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার নিল হিন্দুস্থানি আওয়ামি মোর্চা (Hindustani Awam Morcha)। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঝি (Jitan Ram Manjhi)-কে বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রস্তাব দিয়েছিলেন তার দল হাম (HAM) যেন জেডি (ইউ)-য়ের সঙ্গে মিশে যায়। যেখানে আসন্ন লোকসভা নির্বাচনে বিহারে মহাজোটের থেকে ৫টি আসনে লড়তে চেয়েছিল মাঝির হাম। নীতীশ তা সরাসরি প্রত্য়াখান করেন।
এর প্রতিবাদে নীতীশ কুমারের মন্ত্রিসভা থেকে পদত্য়াগ করেন জিতেন রামের ছেলে সন্তোষ মোহন। এবার সরকারের ওপর থেকে সরকারীভাবে সমর্থন প্রত্যাহারের কথা জানাল HAM। এদিন সন্ধ্য়ায় বিহারের রাজ্যপালকে চিঠি দিয়ে হিন্দুস্থানি আওয়ামি মোর্চা জানিয়ে দিল তারা আর নীতীশ কুমারের মহাজোটের সরকারকে সমর্থন করছে না।
নীতীশের সঙ্গ ছেড়ে জিতেন রামের দল এবার বিজেপির পথে। এর আগে অবশ্য নীতীশের সঙ্গে ছেড়ে জিতেন রাম ফের ফিরে এসেছিলেন।
দেখুন টুইট
We will submit our letter of withdrawal of support to Nitish Kumar government to the Governor today evening: Santosh Suman, President, Hindustani Awam Morcha
(file photo) pic.twitter.com/HW3oE8UIOH
— ANI (@ANI) June 19, 2023
২০২০ বিহার বিধানসভায় বিজেপির সঙ্গে জোট বেধে লড়ে ৭টি আসনে লড়ে ৪টি-তে জিতেছিল হাম। তবে লোকসভায় তাদের কোনও প্রতিনিধি নেই।