রাষ্ট্রপতিরামনাথ কোবিন্দ (Photo Credit: PTI)

দিল্লি, ৭ সেপ্টেম্বর: ‘আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আহা মনের গভীরে আছে প্রত্যয়।’ শনিবার রাজধানীতে অনুষ্ঠিত জাতীয় যুব সামিটে অংশ নিয়ে এভাবেই ইসরো চেয়ারম্যান কে শিভান ও তাঁর গোটা টিমকে উৎসাহিত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind)। এদিন তিনি বলেন, সময় যত যাবে চন্দ্রযান-২ এর কৃতিত্বের জন্য দেশবাসীর কাছে কে শিভান ও তাঁর টিম আদর্শ হয়ে উঠবেন। পরের বার চন্দাভিযানে সফল হবে ভারত। সামিটে রাষ্ট্রপতি এ-ও বলেন যে একবার তিনি শ্রীহরিকোটায় ইসরোর গবেষণাগারের ব্যাপ্তি দেখেছেন। সেই কর্মযজ্ঞ মানসচক্ষে দেখার সৌভাগ্য তাঁর হয়েছে।

উল্লেখ্য, চন্দ্রযান-২ এর চাঁদে আগমণ নিয়ে গোটা দেশ উৎফুল্ল ছিল, ছিল সমান উত্তেজিত। তবে গত রাত থেকেই সেই উত্তেজনায় জল পড়তে শুরু করে যখন ল্যান্ডার ও বিক্রম চাঁদের অরবিটের কক্ষপথে থেকে হারিয়ে যায়। আধঘণ্টা রুদ্ধশ্বাস অপেক্ষার পরও ইসরোর সিগন্যালে ল্যান্ডার বিক্রমের কোনও সংকেত পাননি বিজ্ঞানীরা। পরে কে শিভান আবেগকে গোপন করেই চন্দ্রযান-২ এর ব্যর্থতার খবর দেশকে জানান। বন্ধ করে দেওয়া হয় ইসরো (ISRO) থেকে চলা সমস্ত লাইভ টেলিকাস্ট। এদিন এই ব্যর্থতার মাঝেই ইসরোর বিজ্ঞানীদরে খানিকটা উৎসাহিত করার চেষ্টা করলেন রাষ্ট্রপতি। আরও পড়ুন-ব্যর্থতায় মুহ্যমান ইসরোর চেয়াম্যান, জড়িয়ে ধরে সাহস জোগালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কী বললেন তিনি?

তিনি বললেন, ‘আমরা মহাকাশে ৩.৮৪ লক্ষ কিলোমিটার পথ সাফল্যের সঙ্গে অতিক্রম করেছি। শুধুমাত্র অনতিক্রম্য থেকে গিয়েছে ২ কিলোমিটারের মতো পথ। এই বিরাট জয়ের কাছে এইটুকু পথের ব্যর্থতা (Chandrayaan-2 shortfall) কখনও ছাপ ফেলতে পারে না। এটা সত্যিই একটা বিরাট বড়মাপের সাফল্য।চন্দ্রযান-২ এর জন্য যে কর্মযজ্ঞে দিনের পর দিন ইসরো চেয়ারম্যান কে শিভান ও তাঁর টিম নিজেদের নিয়োজিত রেখেছেন তাঁর জন্য দেশবাসীর আদর্শ তাঁরা। যত দিন যাবে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে উজ্জ্বল হবে তাঁদের নাম। আর একদিন আমরা ঠিক জয় করব, করবই। সে বিস্বাস আমরা আছে। ভারতের চন্দ্রযান সত্যি সত্যিই চাঁদের মাটি ছোঁবে। আমরা সেই শুভ দিনের অপেক্ষায় আজকের সাফল্যরে উদযাপন করতেই পারি।’