Rahul Gandhi (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ১৪ ডিসেম্বর:  রাজ্যসভা (Rajya Sabha) থেকে বিরোধীদের ১২ জন সাংসদকে শীতকালীন অধিবেশনের জন্য বরখাস্ত করার প্রতিবাদে মঙ্গলবার ফের সুর চড়ালেন রাহুল গান্ধী। আজ সংসদ চত্বরের বাইরে যেমন বরখাস্ত হওয়া সাংসদদের নিয়ে প্রতিবাদ করে পদযাত্রা করেন রাহুল, তেমনি কেন্দ্রের বিরুদ্ধে ফের তাঁকে কটাক্ষ করতে দেখা যায়। রাহুল গান্ধী বলেন, লাখিমপুর খেরির (Lakhimpur Kheri) ঘটনার সময়ও যেমন বিরোধীদের চুপ করানো হয়,  এখনও সেই কাজ করা হচ্ছে। লাখিমপুর খেরিতে একজন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ির নীচে চাপা পড়েন কৃষকরা। সেই সবকিছু জানা সত্ত্বেও  বিরোধীদের প্রতিবাদ করতে দেওয়া হয়নি। বিরোধীদের চুপ করানো হয়েছে পরিকল্পিতভাবে। এবারও সংসদে থেকে বরখাস্ত করে বিরোধী স্বরকে চুপ করানোর চেষ্টা করা হচ্ছে বলে আক্রমণ করেন রাহুল  গান্ধী (Rahul Gandhi)।

রাহুল গান্ধী আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রী (PM Narendra Modi) বা রাজ্যসভার অধ্যক্ষ বিরোধী সাংসদদের বের করেননি। বিরোধী সাংসদদের চুপ করিয়েছেন কৃষকদের বিরুদ্ধে একত্রিত হওয়া এক শক্তি। যে শক্তি কৃষকদের উন্নত জীবনের পথে অন্তরায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখেই ওই 'পুঞ্জাপতি' অর্থাৎ শিল্পপতিরা কৃষকদের বিরুদ্ধাচারণ করছেন বলে অভিযোগ করেন রাহুল গান্ধী। কৃষকদের দাবি দমিয়ে রেখে ওই শিল্পপতিরা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চাইছেন বলেও আজ তোপ দাগতে দেখা যায় রাহুল গান্ধীকে। পাশাপাশি ১২ জন সাংসদে বরখাস্ত করে দেশের মানুষের প্রতিবাদের কণ্ঠ রোধ করছে কেন্দ্র বলেও আক্রমণ করেন রাহুল গান্ধী।

আরও পড়ুন:  Mamata Banerjee: 'ভোট ভাগ করতে আসিনি, বিজেপির বিরুদ্ধে লড়তে এসেছি', গোয়ায় বললেন মমতা

এদিকে লাখিমপুর খেরির ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল। যে ঘটনার জেরে ৫ জনের মৃত্যুর পাশাপাশি আরও বেশ কয়েকজন আহত হন বলে তদন্তে উঠে আসে।