সাতসকালেই কেন্দ্রে কাদের সমর্থন করবে, এই নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন এন চন্দ্রবাবু নায়ডু। জানিয়ে দিলেন, যাই হয়ে যাক না কেন এনডিএ-র সঙ্গ তিনি ত্যাগ করবেন না। গতকাল অন্ধ্রপ্রদেশের বিধানসভা ও লোকসভা দুই নির্বাচনের ফলাফল টিডিপির পক্ষেই গিয়েছে। এবারে নায়ডুর সঙ্গে জোট করেছিল বিজেপি এবং জন সেনা পার্টি। এই জোট মিলে ১৭৫টি আসনের মধ্যে ১৬৪টি আসন জিতেছে এবং লোকসভায় এই রাজ্য থেকে ১৬টি আসন জিতেছে। ফলে রাজনৈতিক মহলে মঙ্গলবার ফল ঘোষণার পরেই জল্পনা চলছিল যে নায়ডু কি আদৌও এনডিএ-র সঙ্গে থাকবে নাকি ইন্ডিয়া জোটে হাত মেলাবেন।
তবে এদিন সকালেই তিনি বিজয়ওয়াড়া থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রওনা দেওয়ার আগে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে এনডিএ-র সঙ্গে বৈঠক করতেই দিল্লিতে যাচ্ছেন। আর সেই সঙ্গে তিনি বলেন, আমি রাজনীতিতে যথেষ্ট অভিজ্ঞ। আমি দীর্ঘ কেরিয়ারে প্রচুর রাজনৈতিক পটপরিবর্তন হতে দেখেছি। তবে আমি সাফ জানিয়ে দিতে চাই যে আমরা এনডিএ-র সঙ্গেই আছি এবং তাঁদের সঙ্গে বৈঠক করব। এরপর কী হবে সেটা সকলেই জানতে পেরে যাবেন।
#WATCH | Vijayawada, Andhra Pradesh: TDP chief N Chandrababu Naidu says, "You always want news. I am experienced and I have seen several political changes in this country. We are in NDA, I’m going to the NDA meeting. In course of time, we will report it." pic.twitter.com/IdDvaywjmd
— ANI (@ANI) June 5, 2024
#WATCH | TDP chief N Chandrababu Naidu leaves from Vijayawada, Andhra Pradesh for Delhi for the NDA meeting. Party supporters and workers greet him on the way.
TDP, BJP and Jana Sena Party alliance in the state swept Andhra Pradesh elections, winning 164 of the total 175 sets… pic.twitter.com/TWihIaV0ZV
— ANI (@ANI) June 5, 2024
প্রসঙ্গত, অন্ধ্রে ১৬৪টি আসনের মধ্যে টিডিপি একাই ১৩৫টি আসন দখল করে। এবং ক্ষমতাসীন ওয়াইএসআরসিপি মাত্র ১১টি আসন দখল করে। অন্যদিকে টিডিপির জোটসঙ্গী জেএনপি ২১টি আসন এবং বিজেপি ৮টি আসন জিতেছে। সবমিলিয়ে এই রাজ্যে বিধানসভা নির্বাচনে এই প্রথম বিজেপি এবং জেএনপি এতগুলি আসন পেয়েছে।