ভূমিধসে বিধ্বস্ত কেরলের ওয়ানাদ (ছবিঃ ANI)

নয়াদিল্লিঃ ভূমিধসে (Landslide) বিধ্বস্ত কেরলের (Kerala) ওয়ানাদ (Wayanad)। গত ২৯ জুলাই কেরলের ওয়ানাদের চারটি গ্রামে ভয়ঙ্কর ভূমিধসের ঘটনা ঘটে। যার জেরে কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছে ওয়ানাদ।  ধ্বংসস্তূপ থেকে একের পর এক দেহ উদ্ধার করা হচ্ছে।  লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। সরকারি হিসেব অনুযায়ী এই ঘটনায় এখনও পর্যন্ত ৩০৮ জনের মৃত্যু হয়েছে।কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা (Veena George) জর্জ ভূমিধসে ৩০৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখনও পর্যন্ত ১৯৫ টি  মৃতদেহ এবং ১১৩ টি দেহাংশ উদ্ধার করা হয়েছে।এখনও নিখোঁজ বহু। পাঁচদিন অতিক্রান্ত, এখনও উদ্ধারকার্য চালাচ্ছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং ভারতীয় সেনা। কেরল সরকারের তরফে একাধিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। স্বেচ্ছাসেবী এবং অসরকারি সংগঠনগুলি এই কন্ট্রোল রুমগুলিতে কাজ করছে। পশুদের মাথায় ছাদ দেওয়ার জন্য তৎপর কেরল প্রশাসন। পশু পাখিদের জন্যও পৃথক একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিপর্যস্ত এলাকা থেকে পশুদের উদ্ধার করে এই কন্ট্রোল রুমে পাঠানো হচ্ছে। সেখানে তাদের চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন শনিবার এই প্রসঙ্গে বলেছেন,"ভূমিধসের পর বিভিন্ন জায়গায় আটকে পড়া পশুদের রক্ষা করা হচ্ছে। অসহায় হয়ে ওদের থাকতে দেওয়া হবে না।"

চলছে উদ্ধারকার্য