নয়াদিল্লিঃ কেরলের (Kerala) ওয়ানাডে (Wayanad) ভূমিধসের (Landslide) ঘটনায় ক্রমে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। আহতদের সংখ্যা ছাড়িয়েছে ১০০। মাত্র চার ঘণ্টায় টানা তিনবার ভূমিধসের জেরে কার্যত মৃত্যু মিছিলের সাক্ষী কেরলের এই জেলা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুন্ডক্কাই, চুরমালা, আত্তামালা এবং নুলপুঝা গ্রাম। এই মর্মান্তিক দুর্ঘটনায় কেরল রাজ্যসভার (Kerala Assembly) জাতীয় পতাকা (National Flag) অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নিত কেরল সরকার। আজ, বুধবার সকালে কেরল বিধানসভার পতাকা অর্ধনমিত থাকতে দেখা গিয়েছে। রাজ্যের বুকে এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত কেরল সরকার। দুর্গতদের সবরকমের সাহায্যের হার বাড়িয়েছে সরকার। জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারকার্য চালাচ্ছে কর্মীরা। নামানো হয়েছে সেনা। গ্রামে-গ্রামে ঢুকে ধ্বংসস্তূপের ভিতর থেকে মানুষজনকে রক্ষা করছেন কর্মীরা। গতকাল, মঙ্গলবার রাত ১০ টা পর্যন্ত চলে অভিযান। এরপর আবহাওয়া সঙ্গ না দেওয়ায় তা বন্ধ রাখতে হয়। ফের আজ, বুধবার সকাল থেকে শুরু হয়েছে উদ্ধারকার্য। ঘণ্টায়-ঘণ্টায় বাড়ছে মৃতের সংখ্যা। পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে আশঙ্কা দেখা দিচ্ছে।
দেখুন ভিডিয়ো
#WATCH | Thiruvananthapuram, Kerala: National flag at half-mast at Kerala Legislative Assembly, as two-day mourning is being observed in the state after Wayanad landslide claimed 143 lives. pic.twitter.com/Bbj1CZsiIr
— ANI (@ANI) July 31, 2024