নয়াদিল্লিঃ অসমে(Assam) হু হু করে জল ঢুকছে অবৈধ কয়লা খনিতে(Coal Mine)। সুড়ঙ্গে আটকে প্রায় ৩০ জন শ্রমিক। সোমবার বিকেল থেকে অসমের দিমা হাসাও(Dima Hasao) পার্বত্য জেলার উমরাংসোর ৩০০ ফুট গভীর কয়লাখনিতে জল ঢুকতে শুরু করে। জায়গাটি অত্যন্ত প্রত্যন্ত বলে জানা গিয়েছে। খনিতে বন্যা হওয়ার পর, কোনওমতে সেখান থেকে বাইরে বেরিয়ে আসেন কয়েকজন শ্রমিক। তাঁরাই খনির মালিক ও স্থানীয় পুলিশকে দুর্ঘটনার কথা জানান বলে সূত্রের খবর। সোম সন্ধ্যায় অবৈধ খনির ১০০ ফুট পর্যন্ত পৌঁছয় জল। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
কয়লাখনিতে আচমকা বন্যা
গতকাল থেকেই পুরোদমে শুরু হয়ে গিয়েছে উদ্ধারকাজ। মঙ্গল সকালে উদ্ধারকাজে হাত লাগিয়েছে ভারতীয় সেনা। এখনও চলছে উদ্ধারকার্য। প্রাথমিক ভাবে দু’টি মোটর পাম্প ব্যবহার করে জল উত্তোলনের চেষ্টা চালানো হচ্ছে। তারপর খনি থেকে শ্রমিকদের বার করার প্রক্রিয়া শুরু হবে বলে সূত্রের খবর। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। উদ্বেগ প্রকাশ করেছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, ‘‘রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ এবং এনডিআরএফ)-র দলগুলি উদ্ধারকাজ শুরু করে দিয়েছে। সেনাবাহিনীকেও উদ্ধারকাজে সাহায্য করার জন্য অনুরোধ করা হয়েছে।’’
কয়লাখনিতে আচমকা বন্যা, সুড়ঙ্গে আটকে ৩০ জন শ্রমিক
Water flooded a 300-foot-deep coal hole mine in Assam, leaving almost 20 workers trapped; Army launches rescue mission@RatnadipC reports pic.twitter.com/ErMgu7HFU3
— NDTV (@ndtv) January 7, 2025