বয়সে ছোট হলেও পরিবেশ রক্ষার দাবিতে বারবার পথে নেমেছে সে। রবিবার ও সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ফেসবুক লাইভে পরিবেশ রক্ষার বার্তা দিচ্ছিলেন ১১ বছর বয়সী সমাজকর্মী লিসিপ্রিয়া কাঙ্গুসাম। লাইভ চলাকালীন দুষ্কৃতিরা ছিনতাই করে নিল তাঁর সেই মোবাইল। রবিবার সন্ধ্যায় গ্রেটার নয়ডার সেক্টর ১৬বি তে হয়েছে এই ঘটনা।

পরিবেশ কর্মী লিসিপ্রিয়া কাঙ্গুজাম ঘটনাটি টুইটারে জানিয়ে নয়ডা পুলিশের কাছে সাহায্যের আবেদন করেছেন। কাঙ্গুজাম জানান, রাত সাড়ে ৮টার দিকে নিরালা অ্যাসপায়ার সোসাইটির বিপরীতে তার ফোন ছিনতাই করা হয়।

 

ঘটনা সামনে আসতেই অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে বিসরাখ এসএইচও (Bisrakh SHO) উপযুক্ত ব্যবস্থা নেবে।ডিসিপি সেন্ট্রাল রাম বদন সিংয়ের মতে, আইপিসি ধারা ৩৯২ (ডাকাতি) এর অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে” ডিসিপি আরও উল্লেখ করেছেন যে ছিনতাইকারীরা সাধারণত রাস্তার ধারে ফোন ধরে থাকা লোকদের লক্ষ্য করে।