বয়সে ছোট হলেও পরিবেশ রক্ষার দাবিতে বারবার পথে নেমেছে সে। রবিবার ও সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ফেসবুক লাইভে পরিবেশ রক্ষার বার্তা দিচ্ছিলেন ১১ বছর বয়সী সমাজকর্মী লিসিপ্রিয়া কাঙ্গুসাম। লাইভ চলাকালীন দুষ্কৃতিরা ছিনতাই করে নিল তাঁর সেই মোবাইল। রবিবার সন্ধ্যায় গ্রেটার নয়ডার সেক্টর ১৬বি তে হয়েছে এই ঘটনা।
পরিবেশ কর্মী লিসিপ্রিয়া কাঙ্গুজাম ঘটনাটি টুইটারে জানিয়ে নয়ডা পুলিশের কাছে সাহায্যের আবেদন করেছেন। কাঙ্গুজাম জানান, রাত সাড়ে ৮টার দিকে নিরালা অ্যাসপায়ার সোসাইটির বিপরীতে তার ফোন ছিনতাই করা হয়।
Hello @noidapolice!
It's very urgent. My mobile phone was just snatched away (10 minutes ago) by two bike borne thieves while I was going live on my facebook in front of the Bellana Street market, Greater Noida, Sector 16B opposite Nirala Aspire. Kindly help me! 🙏 😭
— Licypriya Kangujam (@LicypriyaK) October 23, 2022
Licypriya Kangujam, the 11-year-old climate activist was robbed of her phone when she was recording her first Facebook live on a road in Greater Noida, India. pic.twitter.com/7lMq54OKLF
— Piyush Rai (@Benarasiyaa) October 23, 2022
Licypriya Kangujam, the 11-year-old climate activist was robbed of her phone when she was recording her first Facebook live on a road in Greater Noida, India. pic.twitter.com/7lMq54OKLF
— Piyush Rai (@Benarasiyaa) October 23, 2022
ঘটনা সামনে আসতেই অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে বিসরাখ এসএইচও (Bisrakh SHO) উপযুক্ত ব্যবস্থা নেবে।ডিসিপি সেন্ট্রাল রাম বদন সিংয়ের মতে, আইপিসি ধারা ৩৯২ (ডাকাতি) এর অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে” ডিসিপি আরও উল্লেখ করেছেন যে ছিনতাইকারীরা সাধারণত রাস্তার ধারে ফোন ধরে থাকা লোকদের লক্ষ্য করে।
प्रकरण में थाना बिसरख पर FIR पंजीकृत की गई है, अग्रिम आवश्यक विधिक कार्यवाही की जा रही है।
— DCP Central Noida (@DCPCentralNoida) October 23, 2022