এভাবেই রাহুল গান্ধীকে চুমু খেলেন এক ব্যক্তি। (Photo Credits: ANI)

ওয়ানাড, ২৮ অগাস্ট: Rahul Gandhi Gets Kissed by a Man। কেরলে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে অস্বস্তিতে পড়লেন কংগ্রেস নেতা-সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। মুর্শিদাবাদ, গুজরাটেরর পর এবার ওয়ানাড। গাড়ির কাঁচ নামিয়ে রাহুল গান্ধী সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, তাঁকে জড়িয়ে ধরে চুম্বন করলেন এক ব্যক্তি। রাহুল তখন গাড়িতে বসে। গাড়ির কাঁচ তুলে সাধারণ মানুষদের কথা বলার চেষ্টা করছেন, সাংবাদিকরা প্রশ্ন করতে চলেছেন রাহুলকে। এমন সময় এক ব্যক্তির রাহুলকে চুমু খাওয়ার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

চলতি বছর ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেনটাইন্স ডে-তে নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে রাহুল গান্ধীকে মঞ্চে উঠে চুমু খান এক মহিলা। কেরলে ভয়াবহ বন্যার কারণে বহু মানুষের জনজবীন ব্যাহত। কেরলের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ ওয়ানাড। নিজের কেন্দ্রের মানুষের পাশে দাঁড়াতে ছুটে যাচ্ছেন রাহুল। আরও পড়ুন-কাশ্মীর নিয়ে নরেন্দ্র মোদির পাশে রাহুল গান্ধী

চলতি বছর লোকসভা নির্বাচনে গোটা দেশে ভরাডুবি, আমেথিতে লজ্জার হারের মাঝে কেরলে ওয়ানাড কেন্দ্রে রেকর্ড ভোটে জিতেছেন রাহুল। কেরলে লোকসভা ভোটে রেকর্ড ভোটে জয়ের মার্জিন গড়ে ওয়ানাডে রাহুল জেতেন ৪ লক্ষ ৩১ হাজার ভোটে।

দেখুন ওয়ানাডে রাহলু গান্ধীকে চুম্বনের ভাইরাল ভিডিও--

২০১৪ সালে লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদে প্রচারে যাওয়া রাহুল গান্ধীকে চুমু খেয়েছিলেন এক ব্যক্তি। আজ ওয়ানাডে ঘটল তেমন ঘটনা। গোটা দেশে রাহুল প্রত্যাখাত হলেও, কেরলের মানুষ তাঁকে দু হাতে আশীর্বাদ করেছিলেন। কেরলে ২০টি-র মধ্যে ১৫টি লোকসভা আসনে জেতে কংগ্রেস, বিজেপি খাতা খুলতে পারেনি।