গরমে পুড়ে গেল ওয়াশিং মেশিন (ছবিঃX)

নয়াদিল্লিঃ আগুনে পুড়ছে প্রায় গোটা দেশ। উত্তর ও মধ্যভারত জুড়ে চলছে তাপপ্রবাহ (Heat Wave)। অসহ্য গরমে টেকা দায় হয়ে দাঁড়িয়েছে। রাজস্থানের (Rajasthan) তাপমাত্রা ৫০ ডিগ্রি ছুঁয়েছে। আর এ বার তীব্র গরমে আগুনে পুড়ে গেল বারান্দায় রাখা ওয়াশিং মেশিন (Washing Machine)। ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদের রাজনগরের একটি আবাসনে। বুধবার সকালে, এই আবাসনের একটি ফ্ল্যাটের বারান্দা থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই আবাসনের অন্যান্য আবাসিকরা ফ্ল্যাটটিতে গিয়ে দেখেন বারান্দায় রাখা ওয়াশিং মেশিনটি পুড়ে শেষ। সেটি দেখলে চেনার উপায় নেই যে এটি একটি ওয়াশিং মেশিন। অনুমান করা হচ্ছে, প্রচণ্ড গরমে বারান্দায় পড়ে থাকতে-থাকতে গরম হয়ে গিয়েছিল সেটি। তাই ওয়াশিং মেশিনটি চালানোর সঙ্গে-সঙ্গে আগুন লেগে যায়। সেই সময় ফ্ল্যাটে কেউ না থাকায় হতাহতের কোনও খবর নেই। তবে এই ঘটনা অবাক করেছে আবাদিকদের। নিমেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে এই ফ্ল্যাটের একটি ভিডিয়ো। যা দেখে মাথায় হাত নেটিজেনদের।

দেখুন ভাইরাল ভিডিয়ো

ঘটনাস্থলের ভিডিয়ো