কংগ্রেস আমলে দিল্লি ওয়াকফ বোর্ড (Delhi Waqf Board) কে দেওয়া সম্পত্তি ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। সঠিক সময়ে ওই সম্পত্তিতে ওয়াকফ বোর্ড কিছু করতে না পারায় মোদী সরকার এমন সিদ্ধান্ত নিচ্ছে বলে খবর। যদিও দিল্লি ওয়াকফ বোর্ডের দাবি এটা শুধুই অজুহাত, এবং বড় যড়যন্ত্র। তারা এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে দিল্লি হাইকোর্টে মামলা করে। আজ (২২ ফেব্রুয়ারি) বুধবার, দিল্লি হাইকোর্ট দিল্লি ওয়াকফ বোর্ডকে ১২৩ টি সম্পত্তি সংক্রান্ত সমস্ত বিষয় থেকে ওয়াকফ বোর্ডকে "মুক্ত" করার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে একটি পৃথক পিটিশন দায়ের করতে বলেছে, যা দীর্ঘদিন ধরে বিতর্কিত অবস্থায় ছিল।
দিল্লি ওয়াকফ বোর্ড কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের ৮ ফেব্রুয়ারি তারিখের একটি চিঠিকে চ্যালেঞ্জ করে আবেদনটি দায়ের করেছে। আদালত চিঠিটিকে চ্যালেঞ্জ করার জন্য বোর্ডকে একটি পৃথক পিটিশন দাখিল করতে বলেছে এবং সেই আবেদনের জন্য ইতিমধ্যেই নির্ধারিত ৪ আগস্টের জন্য মুলতুবি আবেদনটি তালিকাভুক্ত করেছে।
High Court Asks Delhi Waqf Board To File Separate Petition Against Centre’s Decision On Status Of 123 Properties, Refuses Interim Relief @nupur_0111 #DelhiHighCourt #DelhiWaqfBoard https://t.co/Zcud10u1z6
— Live Law (@LiveLawIndia) February 22, 2023