ভাইরাল ভিডিয়োর ঝলক(ছবিঃX)

নয়াদিল্লিঃ রেস্তোরাঁয়(Restaurant) খাওয়া-দাওয়ার পর টেবিলেই সচরাচর বিল(Bill) নিয়ে আসেন বেয়ারারা(Waiter)। ভারতে কমবেশি এই নিয়মেরই চল রয়েছে। তবে এই বিল চাইতে গিয়ে যে এহেন বিপদের সম্মুখীন হতে হবে তা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেননি (Maharashtra) রেস্তোরাঁর এক বেয়ারা। জানা গিয়েছে, শনিবার মহারাষ্ট্রের বীড জেলার মেহকার-পান্ধরপুর পালখি হাইওয়েতে রাস্তার পাশের একটি হোটেলে খেতে এসেছিলেন তিন যুবক। রেস্তোরাঁর বাইরে গাড়ি থামিয়ে খাওয়া-দাওয়া করেন তাঁরা। এরপর বিল না মিটিয়ে গাড়িতে উঠে পালাতে যান, সেই সময় বেয়ারার চোখে পড়ে যায় বিষয়টি। তিনি এগিয়ে বিল চাইলে বলা হয়, অনলাইন টাকা দেওয়া হবে তাই স্ক্যানার নিয়ে আসুন। অভিযুক্তদের কথামতো ইউপিআই স্ক্যানার আনতে গেলেই গাড়িতে উঠে পালাতে যান তাঁরা। ছুটে এসে গাড়িটিকে থামাতে গেলে প্রায় ১ কিলোমিটার গাড়ির দরজার সঙ্গে আটকে টানতে-টানতে নিয়ে যাওয়া হয় ওই বেয়ারাকে। এরপর সারারাত একটি নির্জন জায়গায় চোখ বেঁধে আটকে রাখা হয় ওই বেয়ারাকে। তাঁর পকেট থেকে ১১,৫০০ টাকা চুরি পর্যন্ত করেন দুষ্কৃতীরা। সকালে তাঁকে ছেড়ে দেওয়া হয়। সিসিটিভি ক্যামেরায় গোটা ঘটনাটি ধরা পড়েছে। ইতিমধ্যেই সেই সব ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। তদন্ত চলছে।

বিল চাওয়ায় রেস্তোরাঁর বেয়ারার উপর চরম নির্মমতা