নয়াদিল্লিঃ আচমকা ভেঙে পড়ল কনৌজ রেল স্টেশনের(Kannauj Railway Station) ছাদ। ধ্বংসস্তূপে আটকে বহু শ্রমিক। রাতভর চলছে উদ্ধারকার্য । শনিবার দুপুরে ঘটনাটী ঘটে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) কনৌজ স্টেশনে। সংস্কারের কাজ চলাকালীন আচমকাই ভেঙে পড়ে স্টেশনের ছাদ । দুর্ঘটনার জেরে অন্তত ৩০ জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বলে জানা গিয়েছে। রাতভর উদ্ধারকাজ চালিয়ে এখনও পর্যন্ত ২৮ জনকে উদ্ধার করা গিয়েছে বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর। তাঁদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
কনৌজ রেল স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা
প্রশাসন সূত্রে খবর, এদিন দুপুর ২টো ৩৯ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে । স্টেশনে সংস্কারের কাজ চলাকালীন হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে লিন্টেল। সেই সময় ওই স্থানে কাজ করছিলেন শ্রমিকরা। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান তাঁরা। আরপিএফ, জিআরপির পাশাপাশি উদ্ধারকাজে হাত লাগিয়েছে স্থানীয় প্রশাসন। শনিবার রাত পেরিয়ে ভোর হয়ে গেলেও জারি উদ্ধারকার্য। অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে শনিবারই ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী অসীম অরুণ। আহতদের যাতে দ্রুত উদ্ধার করা যায় তার জন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় মানুষও কাজে হাত লাগিয়েছেন। দুর্ঘটনাস্থলে পৌঁছেছে ১২টি অ্যাম্বুল্যান্স। শুধু তাই নয় ঘটোনাস্থল পরিদর্শনে গিয়েছেন ওই অঞ্চলের মেয়রও।
হুড়মুড়িয়ে ভাঙল কনৌজে রেল স্টেশনের ছাদ
#WATCH | Uttar Pradesh: Visuals from the spot where an under-construction lintel collapsed at Kannauj railway station (10/01)
According to Kanpur Commissioner K Vijayendra Pandian says, "Around 28 people have been rescued...6 people are seriously injured but out of danger" pic.twitter.com/cgKzVSeSE5
— ANI (@ANI) January 11, 2025