
একদিকে যখন ভারতের তরফ থেকে সর্বদলীয় প্রতিনিধি দল একাধিক দেশের রাজধানীতে ঘুরে ঘুরে পহেলগাম হামলা ও অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানের পর্দাফাঁস করতে চলেছেন। তখনই ঠিক অন্যদিকে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর (Dr. S. Jaishankar) আগামী সোমবার থেকেই ইউরোপের তিন দেশে সফর করতে চলেছেন। সূত্রের খবর, আগামী ১৯ মে থেকে ডেনমার্ক, নেদারল্যান্ড এবং জার্মানিতে যাবেন তিনি। সফর চলবে ২৪ মে পর্যন্ত। এই সফরের মাধ্যমে তিন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে একাধিক বিষয়ে আলোচনা হতে পারে।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নীতি নিয়ে আলোচনা
পহেলগাম হামলা ও অপারেশন সিঁদুরের পর এই প্রথম কোনও বিদেশ সফরে যেতে চলেছেন জয়শঙ্কর। এর আগে চলতি মাসের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাশিয়ায় যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় সেই সময় সফর বাতিল করতে হয় দুজনকে। এবারের এই সফরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতি কেন এতটা গুরুত্বপূর্ণ সেই নিয়ে আলোচনা করবেন বিদেশমন্ত্রী।
তিন দেশে বিদেশ সফর বিদেশমন্ত্রীর
বিদেশমন্ত্রক এই সফরের ঘোষণা করতে গিয়ে জানিয়েছে যে তিন দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পরিধি, পারস্পারিক স্বার্থে আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য তিন দেশের নেতৃত্বদের সঙ্গে কথা বলবেন বিদেশমন্ত্রী।