আগামী ১৭ সেপ্টেম্বর দেশের শিল্পী ও কর্মীদের বিশেষ আর্থিক সাহায্যের জন্য উদ্বোধন করা হবে পিএম বিশ্বকর্মা স্কিম (PM Vishwakarma Scheme)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এই প্রকল্পের উদ্বোধন করবেন। এই প্রকল্পের অধীনে শিল্পীরা ১৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য পাবেন। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমঞ্চ থেকেই প্রধানমন্ত্রী মোদী এই প্রকল্পের ঘোষণা করেছিলেন। এক মাসের মধ্যেই এই প্রকল্পের রূপায়ন করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তা-ই পূরণ করা হল।
প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ১৭ সেপ্টেম্বর দিল্লির দ্বারকায় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার থেকে পিএম বিশ্বকর্মা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কেন্দ্রের বিবৃতি অনুযায়ী, পিএম বিশ্বকর্মা প্রকল্পের অধীনে গুণগত সার্টিফিকেশন, ব্রান্ডিং, বিজ্ঞাপন, প্রচাপ ও অন্যান্য মার্কেটিংয়ের জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২৪ থেকে ২০২৮ অর্থবর্ষের জন্য মোট ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের অধীনেে শিল্পীরা পিএম বিশ্বকর্মা সার্টিফিকেট ও আইডি কার্ড পাবেন। প্রথম কিস্তিতে শিল্পীরা ১ লক্ষ টাকা ও দ্বিতীয় কিস্তিতে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য় পাবেন। এর জন্য সুদের হারও ন্যূনতম ধার্য করা হয়েছে, মাত্র ৫ শতাংশ।
এই প্রকল্পের অধীনে প্রত্যেক উপভোক্তা টুলকিট ভাতা বা ইনসেনটিভ হিসাবে ১৫ হাজার টাকা ই-ভাউচার বা ই-রুপির মাধ্যমে পাবেন। পাশাপাশি তারা কম সুদের হারে জমানতহীন ঋণের সুবিধাও পাবেন। অর্থাৎ এই প্রকল্পের অধীনে ঋণের জন্য কোনও কিছু বন্ধক বা জমা দিতে হবে না।
Prime Minister #NarendraModi will launch PM #Vishwakarmascheme on September 17 on occasion of Vishwakarma Jayanti, for benefit of traditional artisans.
The scheme will be fully funded by the Centre with an outlay of Rs 13,000 crore. It aims to support and skill the people… pic.twitter.com/9CvS2Hosl4
— IANS (@ians_india) September 15, 2023