ভাইরাল ভিডিয়োর ঝলক (ছবিঃX)

নয়াদিল্লিঃ ওভারব্রিজ(Overbridge) থাকা সত্ত্বেও প্রাণের ঝুঁকি দিয়ে রেললাইন(Railline) পারাপারের ঘটনা নতুন নয়। নানা রেল স্টেশনে(Rail Station) এই একই চিত্র ধরা পড়ে। আর এ বার ঝুঁকি নিয়ে রেললাইন পার করতে গিয়েই বিপদের মুখে পড়ছিলেন এক যাত্রী। তাঁকে বাঁচালেন এক আরপিএফ। বুধবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জলগাঁও স্টেশনে। এক মহিলা ভারী ব্যাগ নিয়ে রেললাইন পারাপার করছিলেন তখনই চলে আসে ট্রেন। সঙ্গে-সঙ্গে ব্যাগ ছুড়ে ফেলে বাঁচার চেষ্টা করেন তিনি। তবে ব্যর্থ হন। এমন সময় প্ল্যাটফর্মেই ছিলেন এক আরপিএফ। এই ঘটনা দেখে ঝাঁপিয়ে পড়েন তিনি। তবে ততক্ষণে ট্রেনের ধাক্কায় প্ল্যাটফরম এবং ট্রেনের মাঝে আটকে গিয়েছেন মহিলা। তবে হাল ছাড়েননি চাঙ্গো পাটিল নামে ওই আরপিএফ কর্মী। কোনওরকমে ওই পরিস্থিতি থেকে রক্ষা করেন ওই মহিলাকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই মুহূর্তের ভিডিয়ো। এভাবে প্রাণের ঝুঁকি নিয়ে মহিলার প্রাণ ফিরিয়ে অনেকের আশীর্বাদ কুড়িয়ে নিচ্ছেন ওই আরপিএফ।

ট্রেনের সামনে থেকে মহিলার প্রাণ বাঁচালেন আরপিএফ