Viral Video: এক ছাদের তলায় এক পরিবারের চার প্রজন্ম, ৭২ জন সদস্যকে নিয়ে যৌথ পরিবারের চিহ্নকে অটুট রাখল দইজোড পরিবার

যৌথ পরিবার এর উদাহরণ আজ শুধু গল্প সাহিত্যের মধ্যেই নজরে আসে, তবুও তার মধ্যে এই পরিবার বিরলতম উদাহরণ। মহারাষ্ট্রের সোলাপুরে বসবাসকারী দইজোড পরিবারে (Doijode Family) ৭২ জন সদস্য রয়েছে যারা একই ছাদের নীচে বাস করে। প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে শিশু পর্যন্ত, পরিবারের চার প্রজন্ম একসাথে এখনো সুখে বসবাস করে। এবং এই পরিবারের মুল উপার্জন হয় বিভিন্ন ব্যবসা করে।

মূলত কর্ণাটক থেকে আসা দইজোড পরিবারের  খাবারদাবারের জন্য  মুদি এবং দুগ্ধজাত পণ্যের প্রয়োজন শুনে ঘাবড়ে যাবেন আপনিও। যার মধ্যে রয়েছে সকাল ও সন্ধ্যায় ১০  লিটার দুধ এবং ১০০০ থেকে ১২০০ টাকার মত শাকসবজি। দেখে নিন গোটা পরিবারের এক সুন্দর ভিডিও