তামিলনাড়ুর চেঙ্গালপাট্টুর একটি ভিডিও দেখলে আপনি শিউড়ে উঠবেন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়ার সময় স্কুল বাসের জানলা দরজা দিয়ে বিপদজনকভাবে ঝুলতে দেখা গেল ছাত্রছাত্রীদের। ভিডিওতে দেখা যাচ্ছে , ছাত্ররা জানলা দরজার হাতলে ভয়ানকভাবে ঝুলে বিপজ্জনকভাবে যাতায়াত করছে, এমনকি কিছু শিক্ষার্থী বাসের রেলিং থেকে ঝুলে যাতায়াত করতে বাধ্য হচ্ছে ।এরকম ভাবে যেতে যেতেই ঘটে গেল এক সাংঘাতিক ঘটনা। একজন ছাত্র হাত ফসকে বাসের চাকার সামনে পড়ে গেল। কোনরকমে বাস টি পেড়িয়ে গেলেও রক্ষা পেয়েছে সেই ছেলেটি।বাসের পিছনে থাকা একটি গাড়িতে থাকা একজন ব্যক্তি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করেছেন এবং তারপর থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে।দেখুন সেই ভিডিও-
तामिळनाडूतील चेंगलपट्टूची घटना, अनेक मुलं बसच्या दरवाज्यात आणि खिडकीला लटकताना दिसत आहेत.#Bus #TamilNadu #Accident #MTShorts #Student pic.twitter.com/p7upg5eDpH
— Mumbai Tak (@mumbaitak) August 30, 2022